হাস্য - রস

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনো মতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে উঠার পর এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলল, 'দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।' 'না দোস্ত, আমি বাইরে যাব না, সমস্যা আছে।' 'কেন? কী সমস্যা?' 'ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!'