হাস্য - রস

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
উকিল : আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন? বাদী : স্যার আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে ২টা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া- গন্ধে টিকতে পারি না। উকিল : আপনার ঘরের জানালা খুলে রাখলেই পারেন। বাদী : পাগল হয়েছেন! জানালা খুলি আর আমার পালা বাদুড়গুলো সব উড়ে যাক!