হাস্য - রস

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
১ম ব্যক্তি : কী রে, গর্ত খুঁড়ছিস কেন? ২য় ব্যক্তি : ছবি তুলব তাই। ১ম ব্যক্তি তো ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে? ২য় ব্যক্তি : আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।