পাঠক মত

সুস্থ বিনোদন কেন প্রয়োজন?

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

জাফরিন সুলতানা শিক্ষার্থী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সুস্থ বিনোদন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ বিনোদন মানুষকে মানসিক চাপ, উদ্বেগ, এবং বিষণ্নতা থেকে মুক্তি পেতে সাহায্য করে। এটি মনকে প্রফুলস্ন ও শান্ত রাখে। এছাড়া মানুষের মনকে উদ্দীপিত করে এবং সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশ ঘটায়। কর্মদক্ষতাও বাড়ায়। বিনোদনের একটি অংশ হলো শারীরিক কার্যক্রম (যেমন খেলাধুলা)। এর অভাবে শারীরিক স্বাস্থ্য যেমন ওজন বৃদ্ধি, হার্টের সমস্যা, এবং অন্যান্য রোগের ঝুঁকি বাড়তে পারে। কাজের চাপ ও জীবনের অন্যান্য দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিনোদন গুরুত্বপূর্ণ। এটি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করে। সুস্থ বিনোদনের অভাবে মানুষ অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার, মাদকাসক্তি বা অন্য কোনো নেতিবাচক অভ্যাসে ঝুঁকে পড়ে। এছাড়া মানসিক চাপ, বিষণ্নতা এবং উদ্বেগের মাত্রা বৃদ্ধি পায়, মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমে যায়, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা হ্রাস পেতে থাকে। সর্বোপরি, সুস্থ বিনোদন জীবনের গুণগত মান উন্নত করে এবং সৃজনশীলতা, মনোযোগ, ও সুখ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। সুস্থ বিনোদনের উন্নয়নে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। যেমন: সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন, বিনোদন কেন্দ্র উন্নয়ন ও সম্প্রসারণ, খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন কার্যক্রম, অপসংস্কৃতির বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন। জাফরিন সুলতানা শিক্ষার্থী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়