হাস্য - রস
প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
অনলাইন ডেস্ক
স্বামী : আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
বিচারক : সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী : আগে থেকেই।
বিচারক : তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী : কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।