মানুষ, সময় ও ভন্ডামি:সমাজে নৈতিকতার অবক্ষয়

মানুষকে অযথা বেশি দাম দিলে, দিনের শেষে নিজের মূল্য কমে যাবে। তাই সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। নিজের আত্মসম্মান রক্ষা করেই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
মানুষ সহজে বদলায় না। পরিবর্তনের পেছনে থাকে অভিজ্ঞতার গল্প, লোভের ইতিহাস এবং ক্ষমতার পিপাসা। সমাজের এমন বাস্তবতায় ভন্ডামি আর সুবিধাবাদ এখন যেন রীতিতে পরিণত হয়েছে। আজকের দিনে মানসিক সম্পর্ক আর গভীর অনুভূতির কোনো দাম নেই, বরং বাহ্যিক সামাজিক সম্পর্কই মুখ্য হয়ে উঠেছে। এই প্রবণতা আমাদের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রবাসে কিংবা দেশে, শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে রাজনৈতিক চামচামির যে প্রবণতা দেখা যায়, তা আমাদের সামাজিক কাঠামোকে আরও দুর্বল করে দিচ্ছে। শিক্ষিত মানুষ যখন সুবিধাবাদী আচরণে লিপ্ত হয়, তখন সেটি শুধু একজন ব্যক্তির নৈতিকতাকেই নয়, বরং পুরো সমাজের ভারসাম্যকেও নষ্ট করে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যেভাবে মানুষের আচার-আচরণ বদলে যায়, তা প্রমাণ করে যে সমাজে আদর্শের চেয়ে সুবিধা গ্রহণই মুখ্য হয়ে উঠেছে। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সেই দলের প্রতি আনুগত্য দেখানো অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা জন্ম নিচ্ছে। ভন্ড মানুষের কদর ও নৈতিকতার অবক্ষয়:আজকের সমাজে ভন্ড মানুষের কদর বেড়েছে। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সত্যকে আড়াল করে। তারা প্রয়োজনে মানুষকে মাথায় তোলে আর প্রয়োজন ফুরালে শত্রম্ন বানিয়ে তার ক্ষতি করতেও পিছপা হয় না। এ ধরনের মানসিকতা শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, সামাজিক বন্ধনকেও নষ্ট করছে। মানুষের আত্মসম্মান ও মূল্যবোধ রক্ষা করা : মানুষের আত্মসম্মানই তার প্রকৃত শক্তি। কাউকে অযথা অতিরিক্ত গুরুত্ব দিলে নিজের মূল্যায়ন কমে যায়। অতীত অভিজ্ঞতা প্রমাণ করে- যারা মানুষকে অল্পতেই আপন করে নেয় এবং তাদের সাধ্যমতো সহযোগিতা করে, অনেক সময় তাদেরই ভুল বোঝা হয় বা প্রতারণার শিকার হতে হয়। তাই সময় এসেছে মানুষকে বুঝে সম্পর্ক তৈরি করার। নিজেদের আত্মসম্মান বজায় রেখে এগিয়ে চলার মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায়। সুযোগসন্ধানী রাজনীতি ও এর প্রভাব :রাজনৈতিক অঙ্গনেও এই সুবিধাবাদী মানসিকতার গভীর প্রভাব দেখা যাচ্ছে। প্রবাসে বসেও শিক্ষিত মানুষের একটি অংশ অশিক্ষিতদের তোষামোদে লিপ্ত হচ্ছে কেবল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। এর ফলে, সমাজের প্রকৃত মেধা এবং দক্ষতার সঠিক মূল্যায়ন হচ্ছে না, বরং মেধাবীরা প্রান্তিক হয়ে পড়ছে। আজকের পৃথিবী সত্যিই অদ্ভুত। মানুষ তার প্রয়োজনের জন্য সহজে নিজেকে বদলে ফেলে। তবে, সবার মধ্যেই এই নৈতিক অবক্ষয় নেই। কিছু মানুষ এখনো তাদের আদর্শ ও মূল্যবোধের ওপর অটল আছে। তাই সমাজের পরিবর্তন শুরু হোক নিজ নিজ অবস্থান থেকে। ভালো মানুষকে মূল্যায়ন করলেই নৈতিকতার পুনরুজ্জীবন সম্ভব। সতর্কতা : মানুষকে অযথা বেশি দাম দিলে, দিনের শেষে নিজের মূল্য কমে যাবে। তাই সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। নিজের আত্মসম্মান রক্ষা করেই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম : চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র