হাস্য - রস

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষক : বলতো, আকবর জন্মেছিলেন কবে? ছাত্র : স্যার, এটা তো বইয়ে নেই। শিক্ষক : কে বলেছে বইয়ে নেই। এই যে, আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫। ছাত্র : ওহ! ওটা জন্ম-মৃতু্যর তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা ফোন নম্বর। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নম্বর বলে কেন!