হাস্য - রস

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
মামা : এ পস্নাস পেয়েছিস? পল্টু : না মামা, আমি তো ফেল করেছি। মামা : এ কথা তুই হেসে হেসে বলছিস? পল্টু : পাশের বাড়ির জবাও ফেল করেছে তাই। মামা : মানে কী? পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে। মামা : রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক! পল্টু : আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।