স্কুলে ইংরেজি মাধ্যমকে সহজলভ্য করে দিন
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাফসা আলম শিক্ষার্থী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বর্তমান বিশ্বে ইংরেজি ছাড়া অনেক পিছিয়ে পড়তে হয়। আমাদের দেশে ইংরেজি পাঠ্য পুস্তক থাকতেও ইংরেজি চর্চা খুবই সামান্য। এটি ভবিষ্যতে শিক্ষার্থীর উপর প্রচুর প্রভাব পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অথবা ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হতে হয়। যোগ্য শিক্ষকের অভাব, শিক্ষাপদ্ধতির দুর্বলতা, শিক্ষা পরিবেশ সৃষ্টিতে ব্যর্থতা এগুলো অনেক বড় সমস্যা, বিশেষত গ্রামের প্রতিষ্ঠানে। বিশেষ যত্ন নিয়ে শিশু-কিশোরদের ইংরেজি চর্চায় পারদর্শী করা উচিত। ইংরেজি মাধ্যমকে সহজ, সাশ্রয়ী ও সহজলভ্য করে দেওয়া উচিত। যার ফলে আজকের শিশুরা ভবিষ্যতে দেশে কিংবা বিদেশে নিজেকে অনেক বেশি যোগ্য করে তুলতে পারবে।