হাস্য - রস

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বিচারক : তুমি বলছ ক্ষুধার্ত ছিলে বলে হোটেল থেকে ক্যাশ ডাকাতি করেছ! কিন্তু হোটেলের খাবার ডাকাতি করাটাই স্বাভাবিক ছিল না? ডাকাত : খেয়ে পয়সা না দেওয়াটা আমার জন্য অপমানজনক। বিচারক :তাই? আর তুমি ডাকাতি কর সেটা অপমানের না? ডাকাত : আমি একজন ডাকাতের সর্দার বলে কথা। খেয়ে বিল দেব না এমন কাজ আমি করতে পারি না।