চাণক্য শ্লোক

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পিতামাতা পাঁচ বছর পর্যন্ত সন্তানকে স্নেহে প্রতিপালন করবেন। তারপর দশ বছর সন্তানকে যথাযোগ্য শাসন করবেন। সন্তানের বয়স ষোল বছর হলে তার সঙ্গে পিতামাতা বন্ধুর মতো আচরণ করবেন।