পাঠক মত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সময়ের দাবি

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

সৈয়দ আসাদুজ্জামান সুহান মালিবাগ, ঢাকা
ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজের সোনার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাপরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সর্বাধিক ভূমিকা পালন করবে দেশের বর্তমান তরুণ প্রজন্ম। মূলত তাদের কাঁধেই ভর করে দেশ গতিশীলভাবে এগিয়ে যাবে। তাই আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে হবে। তাদের যথোপযুক্তভাবে কাজে লাগাতে পারলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এই বিষয়টি অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের দিকে বিশেষ দৃষ্টিপাত করে আসছেন। উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই যুগান্তকারী পরিকল্পনা ও তরুণ প্রজন্মের অগ্রগতির পথে অন্তরায় হয়ে আছে মাদক। মাদকের ছোবলে তরুণ যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় অভিশপ্ত মাদকের বিস্তার কোনোভাবেই মানা যায় না। আমাদের দেশের তরুণ প্রজন্ম, দেশের মূল্যবান সম্পদ। মাদকের ভয়াল ছোবলে তারা হচ্ছে মেধাশূন্য ও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে। আমাদের তরুণ প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতে হলে অবশ্যই তাদের মাদকমুক্ত করতে হবে। সেই লক্ষ্যে দল-মত-নির্বিশেষে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রেহাই দেয়া যাবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রাখা ও আরও গতিশীল করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশের যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি।