পাঠক মত

বন্যপ্রাণী রক্ষার উপায় কী?

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বনের প্রাণীরা বনেই সুন্দর কিন্তু কাঙ্ক্ষিত বনই যদি না থাকে তবে এদের আবাস মিলবে কোথায়? আর আবাস না থাকলে তাদের জীবনবৃত্তিই বা ঘটবে কীভাবে? আজ বনবিহীন বন্যপ্রাণীদের বংশ বিস্তার থেকে শুরু করে স্বাভাবিক বিচরণের কোনো নিশ্চয়তা নেই। অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনরক্ষা ভিন্ন অন্য কোনো বিকল্প নেই। আগে বাংলাদেশের অধিকাংশ গ্রামে জঙ্গল দেখা যেত। সেখানে সাপ, ব্যাঙ, বেজি, বনবিড়াল, খরগোশ, কাঠবিড়ালিসহ বিচিত্র প্রাণীর দেখা মিলত। কিন্তু বসতি ও কৃষিজমি বিস্তারের সঙ্গে সঙ্গে বনজঙ্গল উধাও হয়ে গেছে। তাছাড়া সরকারি বনাঞ্চল যেভাবে দখল হয়ে যাচ্ছে সেখানে এদের আশ্রয় কতদিন মিলবে তা প্রশ্নসাপেক্ষ। তবে বন্যপ্রাণীদের সংরক্ষণের উপায় কী? বন্যপ্রাণী শিকারের প্রবণতা দূর করা দরকার। এজন্য সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে বন সৃজনের কার্যক্রম হাতে নেয়া যেতে পারে। বন থাকলেই কেবল বন্যপ্রাণীদের আশ্রয় মিলবে। সুমন দত্তপাড়া, নরসিংদী