পাঠক মত

প্রকাশ | ৩১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুটওভার ও জেব্রা ক্রসিং ব্যবহার বাড়াতে আইন প্রয়োজন যানজট ঢাকা শহরের একটি অন্যতম সমস্যা। ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করা যানজটের প্রধান একটি কারণ। ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করার ফলে ঘটছে দুর্ঘটনাও। সাধারণ পথচারীর সুবিধার কথা ভেবেই লাখ লাখ টাকা খরচ করে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে তৈরি করা হয়েছে এসব ফুটওভার ব্রিজ। কিন্তু এটি ব্যবহার না করে একটু সময় বাঁচানোর জন্য পথচারীরা ব্যস্ত সড়কে দ্রম্নত পার হতে গিয়ে তাদের জীবনে বিপদ ডেকে আনেন। ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে বাধ্য করার জন্য যদি নূ্যনতম শাস্তির বিধানও করা হয় তাহলে হয়তো এ সমস্যার কিছুটা সমাধান হবে। যেমন ফুটওভার ব্রিজের বা জেব্রা ক্রসিংয়ের ৫০ মিটার এলাকার মধ্যে থেকেও যদি কেউ তা ব্যবহার না করেন, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা জরিমানা করা হবে। যদি এতেও সমস্যার সমাধান না হয় তাহলে বলতেই হবে, আমরা নিজের ভালো নিজে বুঝি না। সাজ্জাদ হোসেন রিজু মহিলা কলেজপাড়া, ঝিনাইদহ