প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি কেন

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

আরিফ ইকবাল নূর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিনিয়ত আমরা দেখতে পাই ডাক্তারের চেম্বার থেকে বের হতে না হতেই আমাদের সামনে দাঁড়িয়ে জুতা, জামা পরে কিছু ভদ্র মানুষ অতি বিনয়ের সঙ্গে ব্যবস্থাপত্র দেখতে চায় এবং ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখেন। আমরাও নীরবে না বুঝেই তাদের সহায়তা করে যাই। কিন্তু কেন, এই ছবি তোলার প্রকৃত কারণ কি? প্রকৃতপক্ষে তাদের কোম্পানির কয়টি ওষুধ ডাক্তার সাহেব লিখেছেন এটা তার প্রমাণ। পরে হয়তো বা ডাক্তারকে এর জন্য জবাবদিহি করতে হতে পারে। এ কারণে কখনো কখনো চিকিৎসক তার ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত ওষুধ লিখতে বাধ্য হয়। ফলে আমরা প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত। বাধ্য হচ্ছি অপ্রয়োজনীয় অবাঞ্চিত অথবা নিম্নমানের ওষুধ কিনে খেতে। নতুন ডিজিটাল এই জনস্বার্থবিরোধী কর্মকান্ড থেকে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। বর্তমান চিকিৎসাব্যবস্থা ব্যবসায় পরিণত হয়েছে। মাঝেমধ্যে দেখা যায় ডাক্তার সাহেবও অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন। ওষুধ কোম্পানির এসব এজেন্ট/রিপ্রেজেন্টেটিভরা ছবি তুলতে চাইলে ছবি তুলতে না দেয়া উচিত। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।