বাংলাদেশে কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থার প্রভাব

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

রাবাত রেজা খান ঢাকা
বাংলাদেশে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর কোনো কোনো দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা গর্ব করতে পারি। যদি এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ঠিকমতো জ্ঞানার্জন করে তাহলে দক্ষ মানবসম্পদে দেশটা ভরে যাবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। আনন্দের সঙ্গে শিক্ষা লাভ বলে একটি কথা আছে যা আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় পুরোপুরি অনুপস্থিত। বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা পুরোটাই পরীক্ষাকেন্দ্রিক এবং কোচিং সেন্টারনির্ভর। কোচিং সেন্টার ছাড়া বর্তমানে পড়ালেখা করা অকল্পনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা কেবল পরীক্ষা ও নম্বরের পেছনে ছুটছে। আর কোচিং সেন্টারগুলো তাদের ভালো নম্বর ও গ্রেড পাওয়ার লোভ দেখাচ্ছে। এমনকি স্কুল-কলেজের ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টারে ক্লাস করতে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষাব্যবস্থা শিক্ষাঙ্গন থেকে চলে গেছে কোচিং সেন্টারে। শিক্ষাব্যবস্থার মেরুদন্ড ভেঙে যেতে শুরু করেছে। কোনো কিছুই ঠেকাতে পারছে না কোচিং সেন্টারগুলোর অপ্রতিরোধ্য যাত্রা। ফলে আমাদের শিক্ষাব্যবস্থা হয়েছে কোচিং সেন্টারগুলোর হাতের পুতুল। যত্রতত্র গড়ে তোলা হচ্ছে কোচিং সেন্টার। ঢাকা শহরে এমন একটি এলাকা পাওয়া যাবে না যেখানে একটিও কোচিং সেন্টার নেই। শত শত কোচিং সেন্টারে ভরে উঠেছে মহানগরীর চারপাশ। এমনকি জেলা শহরগুলোতেও আগের চেয়ে অনেক বেশি কোচিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। পিইসি পরীক্ষা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত সব পর্যায়ে কোচিং সেন্টারগুলোর রমরমা ব্যবসা হয়। সকালবেলা থেকে রাত নয়টা পর্যন্ত কোচিং সেন্টারগুলোর বিরতিহীন পাঠদান চলে। কোচিং সেন্টারগুলোতে কি পড়ানো হচ্ছে? আর আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই বা কি শিখছে? অভিভাবক সমাজই বা কেন কোচিং সেন্টারে তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে? সবকিছুর উত্তর মনে হয় ভালো নম্বর এবং একটি ভালো গ্রেড পাওয়ার জন্য। ভালো গ্রেড কি জীবনের সব? পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছে যাদের কোনো ভালো ডিগ্রি নেই কিন্তু মানুষের কাছে পরম পূজনীয়। আমাদের দেশে কোচিং সেন্টারনির্ভর শিক্ষাব্যবস্থার প্রভাব ও কুফল সুদূরপ্রসারী। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দিন দিন সততা, নৈতিকতা, মূল্যবোধের চর্চা ইত্যাদি উধাও হয়ে যাচ্ছে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। পরীক্ষা ও নম্বরের পেছনে ছুটতে ছুটতে কোমলমতি শিক্ষার্থীরা রোবটে পরিণত হচ্ছে। শেখার প্রতি আগ্রহ হারিয়ে বিতৃষ্ণা বাড়ছে শিক্ষাব্যবস্থার প্রতি। একবুক অভিমান নিয়ে শিক্ষার্থীরা তাদের সকাল শুরু করে। সারাদিন স্কুল, ক্লাস, পরীক্ষা, একটার পর একটা কোচিং ক্লাস করতে করতে বিধ্বস্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা। মানসিক ট্রমা ও কোচিং সেন্টারের বিভীষিকা নিয়ে ভুগতে থাকে অসহায় শিক্ষার্থীরা। যে বয়সে শিশুদের হাতে থাকার কথা নাটাই ঘুড়ি, সেই বয়সে শিশুদের কাঁধে থাকে ব্যাগের বোঝা। এই বোঝা টানতে টানতে শিশু শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা কেবলমাত্র একটি ভালো গ্রেডের আশায় কোচিং সেন্টারে ভর্তি হয়ে শত শত মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে। না বুঝে মুখস্থ করছে গাইড বই ফলে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় ভালো করছে। কিন্তু তাদের ভিত্তি ঠিক হচ্ছে না। শিক্ষার খুটিনাটি সাধারণ বিষয়গুলো তারা আয়ত্ত করতে পারছে না। তাদের শেখার মধ্যে একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে। প্রান্তিক যোগ্যতা অর্জিত হচ্ছে না। এমন শিক্ষার্থী দেখেছি যে জেএসসিতে গোল্ডেন এ পস্নাস পেয়েও নবম শ্রেণির রসায়নে পাস মার্ক তুলতে পারছে না। কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের এমন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যে এই সিস্টেম থেকে বের হওয়াই মুশকিল। শহরাঞ্চলের তুলনায় মফস্বল এলাকা ও গ্রামাঞ্চলে কোচিং সেন্টারের সংখ্যা তুলনামূলক কম। তাই শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে হয়। শিক্ষার্থীরা নিজেরাই ইচ্ছামতো পড়াশোনা করে, খেলাধুলা করে, নিজের মতো শেখে। দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে তারাই বেশি ভালো করে। বেসরকারি গবেষণা সংস্থা ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের এক গবেষণায় দেখা যায় প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয়ার আগেই ৮৬ শতাংশ শিশু শিক্ষার্থী কোচিং সেন্টারে যাচ্ছে। ভাবতে পারেন কী ভয়াবহ অবস্থা। কোমলমতি শিশু শিক্ষার্থীরা যেখানে হেসেখেলে আনন্দের সঙ্গে শেখার কথা সেখানে বুদ্ধিবৃত্তিক ডোমেইনের ওপর সরাসরি আঘাত। ছোট ছোট শিক্ষার্থীরা একবুক অভিমান নিয়ে একটার পর একটা কোচিং সেন্টারে ছুটছে। শিক্ষার আবেগীয় ও মনোপেশিজ ক্ষেত্রের বিকাশ বিঘ্নিত হচ্ছে। স্কুলের হোমওয়ার্ক, কোচিং সেন্টারের হোমওয়ার্ক সব কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিশু শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ের এক গবেষণায় দেখা গেছে যে মাধ্যমিক স্তরের প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী কোচিং সেন্টারে ক্লাস করে। ঢাকা শহরের এমন কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না যে কোনোদিন কোচিং সেন্টারে ক্লাস করেনি। অতি উৎসাহের সঙ্গে অভিভাবকরা তাদের সন্তানদের কোনো রকম চিন্তা-ভাবনা ছাড়াই কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিচ্ছেন এবং নির্ভাবনায় দিন কাটাচ্ছেন। মনে করছেন সন্তানের প্রতি খুব ভালোভাবে দায়িত্ব পালন করা হয়েছে। কিন্তু বাস্তবে কি শিক্ষা দিচ্ছে কোচিং সেন্টারগুলো। কোচিং সেন্টার থেকে শিক্ষার ভিত্তি ঠিকমতো হচ্ছে কি? কোচিং সেন্টার থেকে সততা, মূল্যবোধ, নৈতিকতা, অসাম্প্রদায়িকতা, পারস্পরিক সহযোগিতা, সমাজ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ইত্যাদি সামাজিক গুণাবলি শিক্ষা দিচ্ছে কি? নাকি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ভয়াবহ ক্ষতিসাধন করছে এটা ভাবার এখনই মোক্ষম সময়।