ফুটপাতে বাইসাইকেল ও বাইক চলাচল কতটা বেমানান

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আজকাল ফুুটপাতের ওপর দিয়েই সাইকেল এমনকি দ্রম্নতগামী বাইক চলাচল বিশেষভাবে লক্ষণীয়। ঢাকা শহরসহ দেশের সবকয়টি ব্যস্ততম নগরীগুলোর মৌলিক একটি চিত্র হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই সমস্যাটি। এমনিতে ফুটপাতে মানুষ চলাচলের হার কোনো অংশে কম নয় রাস্তাগুলোর আকার অনুযায়ী তার ওপর মহাব্যস্ত মহাগুরুরা মহানন্দে তাদের গাড়ির দুই চাকাকে দুটি সরল পা মনে করে ফুটপাতে উঠে পড়েন হরহামেশাই যেন মনে হয় কোনো রাস্তা থেকে এই বুঝি সে উড়ালসেতুতে উঠে পড়ল। কেন এমন করছে এমনটি এমন প্রশ্নের উত্তর হয়তো দুটি। এক. হতে পারে জ্যাম, দুই. প্রতিযোগিতামূলক মোবাইল 'কার রেসিং' গেমসের মতো একে অন্যকে টপকে যাওয়ার নির্বিকার স্পৃহা। নানান সমস্যার মধ্যে সৃষ্ট সমস্যাগুলো হলো হাঁটাচলায় বিঘ্নতা, আহত হওয়ার সম্ভাবনা এবং দেশের আইনের প্রতি অশ্রদ্ধাটি বেশি অনুভবনীয়। এতে জনগণ বিব্রতবোধ করলেও কিচ্ছুটি করার থাকে না। আজকে প্রেস ক্লাব এলাকায় দাঁড়িয়ে থাকাকালে একটা বাইক তেড়েমেরে আসছিল সামনে থেকে। জনগণ দুই পাশে সরে পড়ে এমনকি অনেকে রাস্তায়ও নেমে পড়তে বাধ্য হয়। সুতরাং ব্যস্ত রাস্তায় তথাকথিত সস্তা প্রাণটি কিন্তু বস্তাচাপা পড়ে যেতে পারত। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এদের জরিমানার আওতায় আনা এমনকি ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগটি করা। এই সমস্যার আশু সমাধান আমি এবং আমরা চাই। নাবিল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়