রাজনীতির পাইপলাইন মজবুত করুন

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সিরাজুল মুস্তত্মফা চট্টগ্রাম
একটি দেশের জন্য একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের যতটা প্রয়োজন তার চেয়ে কম প্রয়োজন নয় কিন্তু একজন রাজনীতিবিদের। একজন ডাক্তারের পক্ষে হয়তো একজন রাজনীতিবিদের সমান কাজ করা অকল্পনীয়। তবুও কেন মানুষ তার সন্তানকে ডাক্তার বানাতে চায়, তবে রাজনীতিবিদ বানানোর আশা করে না। কারণ তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ জেনে সে কল্পনাও করে না তার ছেলে রাজনীতি করে কিছু করবে। দেশের রাজনীতি যদি ঠিক না থাকে পুরো দেশই তো রসাতলে যাবে। এর জন্য প্রয়োজন দক্ষ, সৎ, যোগ্য, মেধাবী, আদর্শিক রাজনীতিবিদ। রাজনীতি শেখার পাইপলাইন হলো ছাত্ররাজনীতি। সেখানে যদি তাদের রাজনীতি না শিখিয়ে অপরাজনীতি আর দলাদলি টেন্ডারবাজির শিক্ষা দেয়া হয় তবে সে কি রাজনীতিবিদ হবে! গুন্ডা হবে, মাস্তান হবে এটাই স্বাভাবিক। ভবিষ্যতের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের জন্য আদর্শিক ছাত্ররাজনীতির বিকল্প নেই। এর জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য। যোগ্যদের নেতৃত্ব। ক্যাডারবাহিনী হেলমেটবাহিনীদের দৌরাত্ম্য ঠেকানো। এদের ভয়ে ভালো মেধাবী ছাত্ররা রাজনীতিতে আসে না। এরা মনে করে রাজনীতি করা মানে খারাপ জিনিস করা। এসব গুন্ডারা করে। মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা। আসলেই কি তাই? বঙ্গবন্ধু ছাত্ররাজনীতি করেছেন তার জীবনে কি এমন কোনো নজির আছে। এই যদি হতো তাহলে কোনো দিন বাংলাদেশ স্বপ্নটি বাস্তবে রূপ পেত না। গুন্ডাবাহিনীর কারণে মেধাবী মস্তিষ্কগুলোর সেবা হারাচ্ছে আমাদের দেশ। শিক্ষক পেটানো, মেয়ে উত্ত্যক্ত করা ছেলেগুলো যখন রাজনীতির পদ পায় তখন রাজনীতি মানে গুন্ডামি মনে হওয়া অতি স্বাভাবিক। তাই সরকার ও বিরোধী দলগুলোর উচিত ভালো মেধাবী ছাত্রদের মূল্যায়ন করা। এতে ক্যাডারবাহিনীর কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে যাবে যে ক্যাডারি করে কখনো কিছু হওয়া যাবে না। ক্যাডারদের কবল থেকে রাজনীতিকে উদ্ধার করুন। মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার বাংলাদেশ গঠনের বীজ বপন করুন। তাহলে বাংলাদেশ পথ হারাবে না কখনো।