ওষুধের পাতায় মূল্য সংযোজন চাই

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আরিফ ইকবাল নূর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ওষুধ কোম্পানির ট্যাবলেট বা ক্যাপসুলের পাতায় মূল্য লেখা থাকে না। প্রেসক্রিপশন যখন কোনো ফার্মেসিতে দেয়া হয় তখন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো নেয়া হয়; কিন্তু সাধারণ জনগণ কোন ওষুধের মূল্য কত টাকা এটা আর জানতে পারে না। ওষুধের পাতায় মূল্য না থাকার কারণে সাধারণ জনগণ ওষুধের মূল্য বুঝতে পারে না, তাই বিক্রেতারা তাদের ইচ্ছামতো দাম নিয়ে নেয়। ওষুধ ফার্মেসির কিছু অসাধু বিক্রেতারা সামনে ক্যালকুলেটর মেশিন নিয়ে বসে থাকে আর ইচ্ছামতো মূল্য ধরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নেয়া হয় মোটা অঙ্কের টাকা। কিছুদিন আগে ঝিনাইদহ শহরের একটি ফার্মেসিতে দরিদ্র রিকশাচালক সিরাজ উদ্দিন তার সিজারিয়ান স্ত্রীর জন্য রিকশা বিক্রি করে ওষুধ কিনতে ফার্মেসিতে যায়। কিন্তু সে কোন ওষুধের কত দাম তা তো সঠিক জানে না। তার থেকে ১৫ টাকার ওষুধের দাম নিয়েছে ৬০০ টাকা। ওষুধের পাতায় মূল্য না থাকার কারণে ক্রেতা ও রোগীদের কাছ থেকে ইচ্ছামতো বিভিন্ন ওষুধের দাম নিচ্ছে ফার্মেসি মালিকরা। তাই এর দ্রম্নত প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।