পাঠক মত

আগামীর বাংলাদেশ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

ফারজানা ইসলাম ঢাকা
মাঝেমধ্যে আমি একাকী নীরবে ভাবী কেমন দেখতে চাই বাংলার মানুষ। আগামীর বাংলাদেশকে। আমরা এই সোনার বাংলা। লাল-সবুজের পতাকার দেশ। আমাদের প্রিয় বাংলাদেশ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, বীর সন্তানদের আত্মত্যাগ আর কৃষকের ঘামে সমৃদ্ধ এই বাংলাদেশ। কিন্তু প্রতিনিয়ত সন্ত্রাস, তাই আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশকে শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত। আমাদের বাংলাদেশ আমার আপনার একার নয়। এই বাংলাদেশ ১৭ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এবং একটি সুখীসমৃদ্ধ বাংলাদেশ। আমার সোনার বাংলায় আছে অনেক- হতাশা গস্নানি ও কালো অধ্যায়। আমি আমার বাংলাকে আলোতে আলোকিত দেখতে চাই। তাই প্রথমেই বলতে চাই বাংলাদেশ হোক শিক্ষার আলোয় আলোকিত। এবং নৈতিক অবক্ষয়মুক্ত হোক আমার সোনার বাংলা। চাই হানাহানিমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশকে নৈতিকতার উজ্জীবিত হিসেবে দেখতে চাই। প্রযুক্তির সাহায্যে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। চাই সুশিক্ষিত এবং কুসংস্কারমুক্ত বাংলাদেশ। চাই যানজটমুক্ত বাংলাদেশ। দেখতে চাই বাংলাদেশকে ভিক্ষুক ও শিশু শ্রমমুক্ত রাষ্ট্র হিসেবে। সব শেষে বলতে চাই- বাংলাদেশ হোক এমন একটি দেশ যেখানে মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে পথ চলতে পারবে।