সাধারণজ্ঞান

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৭৪। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'? ক) বাবর খ) হুমায়ূন গ) আকবর ঘ) জাহাঙ্গীর উত্তর : খ) হুমায়ূন ৭৫। বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উপস্থাপন করেন? ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী খ) মওলানা ভাসানী গ) এ কে ফজলুল হক ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ উত্তর : গ) এ কে ফজলুল হক ৭৬। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ক) মহানন্দা খ) আত্রাই গ) গড়াই ঘ) করতোয়া উত্তর : ঘ) করতোয়া ৭৭। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ক) ১২৫৫ খ্রিস্টাব্দে খ) ১৬১০ খ্রিস্টাব্দে গ) ১৯০৫ খ্রিস্টাব্দে ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে উত্তর : খ) ১৬১০ খ্রিস্টাব্দে ৭৮। সর্বোচ্চ কতটি কার্যদিবস একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যায়? ক) ৭০ দিন খ) ৭৫ দিন গ) ৮০ দিন ঘ) ৯০ দিন উত্তর : ঘ) ৯০ দিন ৭৯। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? ক) পদ্মা খ) যমুনা গ) মেঘনা ঘ) কর্ণফুলী উত্তর : গ) মেঘনা ৮০। কোন নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত? ক) কর্ণফুলী খ) নাফ গ) মাতামুহুরী ঘ) হালদা উত্তর : খ) নাফ ৮১। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করেন কবে? ক) ২৯ অক্টোবর, ২০০৬ খ) ২২ নভেম্বর, ২০০৬ গ) ১১ জানুয়ারি, ২০০৭ ঘ) ১৭ জানুয়ারী, ২০০৭ উত্তর : গ) ১১ জানুয়ারি, ২০০৭ ৮২। বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে? ক) ১১টি খ) ১২টি গ) ১৩টি ঘ) ১৪টি উত্তর : ঘ) ১৪টি ৮৩। 'সমতট' বলতে প্রাচীনকালের কোন অঞ্চলকে বোঝায়? ক) বর্ধমান অঞ্চল খ) কুমিলস্না ও নোয়াখালী অঞ্চল গ) রাজশাহী অঞ্চল ঘ) খুলনা অঞ্চল উত্তর : খ) কুমিলস্না ও নোয়াখালী অঞ্চল ৮৪। 'মুজিবনগর' কোন জেলায় অবস্থিত? ক) চুয়াডাঙ্গা খ) যশোর গ) মেহেরপুর ঘ) খুলনা উত্তর : গ) মেহেরপুর ৮৫। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৭১ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৫২ সালে উত্তর : খ) ১৯৫৫ সালে ৮৬। ওঈউউজ,ই কোথায় অবস্থিত? ক) চট্টগ্রামে খ) ঢাকায় গ) খুলনায় ঘ) ময়মনসিংহে উত্তর : খ) ঢাকায় ৮৭। 'বাসস' কী? ক) একটি বহুজাতিক সংস্থা খ) একটি নদীর নাম গ) একটি সংবাদ সংস্থা ঘ) একটি গ্রন্থের নাম উত্তর : গ) একটি সংবাদ সংস্থা