জবিতে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে 'ঝঢ়বধশ ঙঁঃ ঊীঢ়ৎবংং :ড় রসঢ়ৎবংং ংবধংড়হ ২.০' শীর্ষক একটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর দিনব্যাপী এ ট্রেনিং সেশনটি ক্যাম্পাসের ম্যানেজমেন্ট বিভাগেই অনুষ্ঠিত হয়। ট্রেনিং সেশনের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো হাতে-কলমে শেখানো। পাশাপাশি এ বিষয়ক প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর উপায়গুলো উপস্থাপন করা। ট্রেনিং সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। যেখানে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের জন্য ছাত্রছাত্রীদের কী কী করণীয়, সে বিষয়গুলো মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। ট্রেইনার স্মার্টিফায়ার একাডেমির প্রতিষ্ঠাতা সোহান হায়দার ছাত্রছাত্রীদের পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন দক্ষতা বাড়ানোর কৌশল এবং নানা রকম দিক-নির্দেশনা দেন। এর আগে ট্রেনিং সেশনের উদ্বোধন করেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক এবং ম্যানেজমেন্ট ক্লাবের মডারেটর মিজানুর রহমান। সেশনটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি সাকিব বিন সাহেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এসময় ক্লাবের সহসভাপতি ইসরাত জাহানসহ কার্যনির্বাহী এবং সহকারী কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এই ট্রেনিং সেশনের ভিত্তিতে আসছে ২৫ এবং ২৬ অক্টোবর দুদিনব্যাপী স্পিক আউট কম্পিটিশনও অনুষ্ঠিত হবে।