কিশোর রাজনীতি বন্ধ হোক!

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সোহেল রানা শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
রাজনীতি একটি দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমাদের দেশেও তাই। কিন্তু আমাদের দেশে রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক পরিলক্ষিত হয়। কিন্তু সম্প্রতি চরমভাবে কিশোর (১৮ বছরের নিচে) রাজনীতি বৃদ্ধি পেয়েছে। যখন তাদের পড়ালেখায় ব্যস্ত থাকার কথা তখন তারা রাজনীতির মাঠে সরব সময় পার করে। পড়ালেখায় মনোনিবেশ করে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় নোংরা রাজনীতিচর্চার জন্য কিশোরদের নৈতিক অবক্ষয় হয় এবং উগ্র সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে। সচরাচর কিশোরদের রাজনৈতিক জ্ঞান পরিপক্ব না হওয়ার কারণে রাজনৈতিক নেতা ফায়দা লোটে। পরে পেশাগত সমস্যার সম্মুখীন হয় ও বেকার জীবনযাপন করে? তাই পরিবার ও রাষ্ট্রের উচিত কিশোর রাজনীতি বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা।