জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেনÑ বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ২০। ১৭৯১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (গ) সংস্কৃত কলেজ ২১। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয় Ñ (ক) ১২শ শতকে (খ) ১৩শ শতকে (গ) ১৪শ শতকে (ঘ) ১৫শ শতকে সঠিক উত্তর : (গ) ১৪শ শতকে ২২। উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? (ক) মুদ্রণ যন্ত্র (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : (ক) মুদ্রণ যন্ত্র ২৩। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখÐিত করার পরিকল্পনা নিয়েছিল? (ক) ১৭৫৩ সালে (খ) ১৮৫৩ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৩০ সালে সঠিক উত্তর : (খ) ১৮৫৩ সালে ২৪। কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন? (ক) লডর্ ডালহৌসি (খ) লডর্ ওয়েলেসলি (গ) লডর্ কনর্ওয়ালিস (ঘ) লডর্ ক্লাইভ সঠিক উত্তর : (ঘ) লডর্ ক্লাইভ ২৫। ওয়েস্টফালিয়ার চুক্তি হয় কত সালে? (ক) ১৬৪৮ সালে (খ) ১৬৪৯ সালে (গ) ১৬৫০ সালে (ঘ) ১৬৫১ সালে সঠিক উত্তর : (ক) ১৬৪৮ সালে ২৬। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (খ) কলকাতা মাদ্রাসা