বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
পাঠক মত

বিশ্ব ক্রিকেটে সাকিবময় এক দশক

নতুনধারা
  ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব ২০০৯ সালে প্রথমবারের মতো টেস্টে এক নাম্বার অলরাউন্ডার হওয়ার পর ধীরে ধীরে তিন ফরমেটেই নিজেকে এক নাম্বার অলরাউন্ডারে পরিণত করেছেন এবং একাধিকবার একই সময়ে তিন ফরমেটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন তিনি। গত এক দশকে নিজ দেশের হয়ে সেরা ক্রিকেটার হওয়া ছাড়াও ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ম্যাগাজিন কর্তৃক ঘোষিত গত এক দশকের সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড় ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক ঘোষিত গত দশকের সেরা ওয়ানডে একাদশে আছেন সাকিব আল হাসান, জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ কর্তৃক ঘোষিত দলেও জায়গা করে নিয়েছেন সাকিব। গত দশকে ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ ৪২৭৬ রান ও ১৭৭ উইকেট শিকার করেন। দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৪১৮ উইকেট শিকার ও ৮৮৬১ রান করেছেন সাকিব, যা আন্তর্জাতিক ক্রিকেটেও গত দশকে সেরা অলরাউন্ড পারফর্ম। অবাক করা বিষয় সাকিব ছাড়া আর কোনো অলরাউন্ডারই এই সময়ে ৫ হাজার রান ও ৪০০ উইকেট নিতে পারেননি। এই সময়ে সাকিব তিন ফরমেট মিলিয়ে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৮৮৬১ রান করেন। যার মধ্যে টেস্টে ৩১৪৭, ওয়ানডেতে ৪২৭৬ ও টি২০ ফরমেটে ১৪৩৮ রান করেন। টি২০ এর ১৪৩৮ রান গত দশকে দেশের হয়ে সর্বোচ্চ রান। বল হাতে ৪১৮ উইকেট দেশের হয়ে সর্বোচ্চ সফলতা। যার মধ্যে টেস্টে ১৬২ উইকেট, ওয়ানডেতে ১৭৭ উইকেট ও টি-টোয়েন্টিতে ৭৯ উইকেট শিকার করেন। তিনফরমেটেই এই সময়ে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ওয়ানডেতে ১৭৭ উইকেট শিকার ছিল গত দশকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। টি২০ এ ৭৯ উইকেট শিকার ছিল তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এই সময়ে মাত্র ৪২ টেস্টে ১৬২ উইকেট শিকার করা সাকিব পর্যাপ্ত টেস্ট খেলতে পারলে টেস্টেও থাকতে পারতেন সেরা পাঁচের মধ্যে।

১৯৭৫ সাল থেকে নিয়মিত আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে গত দশক হিসেবে চলতি বছরে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেই সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ পারফর্ম করেছেন। এই আসরে তিনি তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট শিকার করেছেন। এক আসরে সাকিবের ৬০৬ রান ও ১১ উইকেট শিকার ছিল বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ সফলতা। গত দশকে একমাত্র অলরাউন্ডার হিসেবে একই সময়ে তিনফরমেটেই এক নাম্বার অলরাউন্ডার হওয়ার কীর্তিও আছে সাকিব আল হাসানের, আর কোনো অলরাউন্ডার কখনোই এমন সফলতা পাননি। গত দশকে দেশসেরা হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর অলরাউন্ডারদের মধ্যে সাকিবের একচ্ছত্র আধিপত্য ছিল। ৩৩ বছর বয়সি সাকিব পরবর্তী দশকেও দেশসেরা হওয়ার পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কোটি কোটি ক্রীড়াপ্রেমী বাংলাদেশিদের এই প্রত্যাশা।

জুবায়ের আহমেদ

শিক্ষার্থী, ডিপেস্নামা ইন জার্নালিজম

বিজেম, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<82912 and publish = 1 order by id desc limit 3' at line 1