চাণক্য শ্লোক

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রীকৃষ্ণ কালীয় নাগের মস্তকে পদাঘাত করেছিলেন এবং সেই পদচিহ্ন কালীয় নাগের ভূষণস্বরূপ বিদ্যমান। তাই বলা হয়, মহতের কাছে পরাজয়ও শ্রেষ্ঠ কিন্তু নীচ ব্যক্তির কাছে সম্মানও কার্যকর নয়।