গাছে আর বিজ্ঞাপন নয়

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০

ইমাম হোসেন মীরসরাই, চট্টগ্রাম
১টা গাছ সারা জীবন যে পরিমাণ অক্সিজেন দেয় তা সিলিন্ডার করে বিক্রি করলে ৩ কোটি টাকার অক্সিজেন বিক্রি হবে বলে জানা গেছে এক উদ্ভিদ বিজ্ঞানীর মতে। তাহলে বোঝা যায় গাছ না থাকলে অক্সিজেনশূন্য পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। জীবনের প্রয়োজনে, জীবিকার তাগিদে অবাধে গাছকে কাটার অলিখিত প্রতিযোগিতা চলছে সর্বত্র। গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড-বিলবোর্ড লাগানো দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস হওয়ার পর কিছুদিন অভিযান চললেও বর্তমানে সে আইনের কোনো প্রয়োগ নেই। ফলে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচারের প্রতিযোগিতা চলছে সারা দেশে। শহরাঞ্চলের গাছগুলো যেন একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড। ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন সাঁটানোর ব্যাপারে একটি আইন পাস হয়। আইনটি এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ। চিকিৎসকরা তাদের প্রাইভেট প্র্যাকটিসের চেম্বারের বিজ্ঞাপনের যেন একমাত্র অবলম্বনই গাছ। গাছের শরীর ছিদ্র করে বিজ্ঞাপন টাঙানোর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। নেমপেস্নট বা সাইনবোর্ড সাঁটানোর প্রয়োজন হলে গাছের গায়ে তার বা রশি দিয়ে তা বেঁধে রাখলেই গাছটি বেঁচে যাবে, বেঁচে যাবে আমাদের পরিবেশ-প্রকৃতি।