হাস্য - রস

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজা শিকারে যাচ্ছিলেন। সামনের পথ ধরে আসছিল হোজ্জা। হোজ্জার দর্শন রাজার জন্য অশুভ হতে পারে ভেবে প্রহরীদের নির্দেশ দিলেন হোজ্জাকে চাবুকপেটা করে অন্য পথে ফিরিয়ে দিতে। শিকার থেকে এসে রাজা মহাখুশি। ডেকে পাঠালেন হোজ্জাকে। রাজা: হোজ্জা আমি দুঃখিত। ভেবেছিলাম তুমি অশুভ কিন্তু তুমি তা নও। আমার শিকার ভালো হয়েছে। হোজ্জা: আমাকে দেখার পর আপনি ভালো শিকার করেছেন, আর আপনাকে দেখে আমাকে চাবুকপেটা খেতে হয়েছে। কে কার জন্য অশুভ তা বুঝলাম না।