চাণক্য শ্লােক

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দারিদ্র্যও শোভা পায় যদি তার সঙ্গে ধৈর্য যুক্ত হয়, কাপড় যতই খারাপ হোক যদি তা পরিচ্ছন্ন হয়, তা মানিয়ে যায়। অন্ন-ব্যঞ্জন নিকৃষ্ট হলেও যদি তা গরম গরম খাওয়া যায়, তা হলে আর অত খারাপ মনে হয় না। তেমনি যদি স্বভাব সুন্দর হয়, রূপ না থাকলেও তাকে হতশ্রী মনে হয় না।