পাঠক মত

শুদ্ধ ভাষার চর্চা হোক সারা বছর

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শুধু ভাষার মাসে ভাষা নিয়ে আনুষ্ঠানিকতা নয় সারা বছর ভাষার সঠিক ব্যবহার করা প্রয়োজন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে সালাম, জব্বর, রফিক, বরকতসহ অনেকের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে মাতৃভাষা বাংলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এই মহান শহিদদের স্মরণ করি শুধু নির্দিষ্ট দিবসে। যেটা আদৌ ঠিক নয়। ভাষার মাস আসলেই আমরা তাদের স্মরণ করি। তাদের প্রশংসায় আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকি। ভাষা আন্দোলনের মধ্যদিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার তৈরি হয়। যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষায় কথা বলার অধিকার লাভ করেছি, তাদের স্মরণ এবং কল্যাণে সর্বদা কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও লেখনীর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা অতিব জরুরি। কামরুল ইসলাম সংবাদকর্মী, চট্টগ্রাম