বই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার

প্রকাশ | ০১ মার্চ ২০২০, ০০:০০

জুবায়ের আহমেদ শিক্ষার্থী, ডিপেস্নামা ইন জার্নালিজম (বিজেম)
একজন মানুষকে সরাসরি কোনো কিছু বোঝাতে গেলে সে ব্যক্তিটি বক্তার বক্তব্যকে ইতিবাচক হিসেবে নিতে পারে কিংবা নাও পারে, অনেক সময় বক্তব্যের আসল মানেও বুঝতে পারে না অনেক শ্রোতা, বুঝলেও তা গভীরভাবে উপলব্ধি করে বাস্তবজীবনে প্রয়োগে ব্যর্থ হন অনেকে, বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য ও ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের বাণী এবং দৈনন্দিন জীবনে চলাফেরাসহ সব বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখা হলেও এবং অনেক মানুষ বাস্তবিক জীবনে প্রয়োগ করলেও সরাসরি বক্তব্যের চেয়ে একটি বইয়ের মাধ্যমে যেভাবে সবকিছু বিস্তারিত তুলে ধরা সম্ভব হয় এবং একজন পাঠক বই পড়ার জন্য পরিবেশ তৈরি করে বই পড়ে যে জ্ঞানার্জন করে তা বাস্তবিক জীবনে প্রয়োগে বেশ সহজ হয়ে যায়। বিভিন্ন বিষয়ে জ্ঞানভিত্তিক কথাগুলো হৃদয়ে সহজে ধারণ করতে সক্ষম হয়। প্রথিতযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তার 'বই পড়া' প্রবন্ধে লিখেছিলেন 'বই কিনে কেউ দেউলিয়া হয়নি, বই কেনার বাজেট যদি আপনি তিনগুণও বাড়িয়ে দেন, তবুও তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই'। আসলেই তাই, বই কিনে কেউ দেউলিয়া হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি কখনো কিন্তু বই পড়ে জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, দেশ ও জাতি এবং মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পেরেছে, এমন মানুষের সংখ্যা অধিক। জগদ্বিখ্যাত কবি ওমর খৈয়াম বলেছিলেন, 'রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একখানা বই সব সময় অনন্ত-যৌবনা, যদি তেমন বই হয়'। পবিত্র কোরআনেও উলেস্নখ আছে 'পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন'। রাসুল (স.) এক হাদিসে বলেছেন, ঘণ্টাখানেকের জ্ঞান সাধনা সমগ্র রজনীর ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ। আর জ্ঞান সাধনার অন্যতম মাধ্যমই হলো বই। আলস্নামা শেখ সাদী বলেন জ্ঞানের জন্য তুমি মোমের মতো গলে যাও। কারণ জ্ঞান ছাড়া তুমি খোদাকে চিনতে পারবে না'। সনাতন, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোতেও বই পড়ার তাগিদ দেওয়া হয়েছে। খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ বাইবেল শব্দের অর্থই হলো বই। ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, 'সংসারে জ্বালা-যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি হয়'। একটি বই জীবনের কথা বলে, বই মানুষের কথা বলে, বই বিপথগামী মানুষ ও সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার রসদ যোগায়, বই মানুষকে ন্যায়নীতি ও আদর্শিক জীবন গঠনে অনুপ্রাণিত করে। আমরা যে যতটুকু লেখাপড়াই করি না কেন, পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন বিষয়ে বিখ্যাত-অখ্যাত লেখকদের বই পড়ার মানসিকতা তৈরি দরকার, একটি ভালো বই মানুষকে আদর্শ সমাজ ও আদর্শ জীবন গঠন করতে সহায়তা করে, ধর্মীয় বই ছাড়াও পৃথিবীতে অসংখ্য বই আছে, যা থেকে জ্ঞানার্জন করে মানবজীবন আলোকিত করা সম্ভব। মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভুলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হওয়ার মতো উদার মানসিকতা তৈরি সম্ভব। সুন্দর ও আদর্শ সমাজ এবং দেশ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। অনলাইনের প্রভাবের ফলে বহু মানুষ এখন বই থেকে মুখ ফিরিয়ে অনলাইনেই দীর্ঘসময় ব্যয় করলেও আশার কথা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রম্নয়ারিতে বাংলাদেশের প্রকাশনা শিল্পের একজন পৃথিকৃৎ চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে যে বইমেলার শুরু করেছিলেন, সে বইমেলা আজ পর্যন্ত নিয়মিত আয়োজন হচ্ছে। শুধু ঢাকাতেই নয় অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বইমেলার আয়োজন হয়, যার ফলে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় ফেব্রম্নয়ারি মাসকে ঘিরে। সারা দেশে মসজিদ-মন্দিরভিত্তিক পাঠাগারের মাধ্যমেও বইপড়ার সুযোগ তৈরি করা দরকার। জ্ঞানার্জন ছাড়া কোনো জাতিই কাঙ্ক্ষিত উন্নতি সাধন করতে পারেন না। তাই আসুন, শত কর্মব্যস্ততার মধ্যেও বই পড়ি, প্রিয়জনকে বই উপহার দিই, বই হোক সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার।