শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকসই পস্নাস্টিক উৎপাদনের নবায়নযোগ্য উৎসসমূহ

উম্মুল ফাতিহা বিনতে শফিক শিক্ষার্থী, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  ০১ মার্চ ২০২০, ০০:০০

পস্নাস্টিকের ওপর নির্ভরশীলতা আমাদের চারপাশে তাকালেই দেখা যায়। গত তিন দশকের বেশি সময় ধরেই পস্নাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে গিয়েছে। বর্তমানে অন্যতম আলোচনার বিষয় হলো টেকসই পস্নাস্টিক। পস্নাস্টিক কেবল একটি বহুমুখী উপাদানই নয়- স্থায়িত্বের ক্ষেত্রেও এর সুবিধা রয়েছে। এই যুগে টেকসই পস্নাস্টিকের ভবিষ্যৎকে দুর্দান্ত বৃদ্ধি হিসেবে বর্ণনা করা যেতে পারে বিশেষত বায়োব্যাসেড পস্নাস্টিকের জন্য। প্রচলিত পস্নাস্টিকের তুলনায় কার্বন পদচিহ্ন, কম বর্জ্য, এবং কম দূষণের মাধ্যমে টেকসই পস্নাস্টিক তৈরি করা যায়। প্যাকেজিং বোতল এবং ব্যাগের জন্য এখন টেকসই পস্নাস্টিক ব্যবহৃত হচ্ছে। টেকসইজাত পস্নাস্টিকের পণ্যগুলো পুনর্ব্যবহারযোগ্য বা বায়োবেসড পস্নাস্টিক থেকে তৈরি করা হয় এবং খুব অল্প পরিমাণে সামাজিক এবং পরিবেশগত প্রভাব ফেলে।

টেকসই পস্নাস্টিক পণ্য উৎপাদন কি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যায় : ১) বিশুদ্ধ পেট্রোলিয়ামভিত্তিক পস্নাস্টিকের চেয়ে কম কার্বন পদচিহ্ন। ২) বিশুদ্ধ পেট্রোলিয়ামভিত্তিক পস্নাস্টিকের তুলনায় বর্জ্য উৎপাদন কম বর্জ্য উৎপাদন। ৩) ভার্জিন বিশুদ্ধ পেট্রোলিয়ামভিত্তিক পস্নাস্টিকের চেয়ে কম পরিবেশ দূষণ নিয়ন্ত্রিত ভারী ধাতুগুলোর সর্বনিম্ন স্তর। ৪) পরিষ্কার উৎপাদন প্রক্রিয়া। ৫) ন্যায্য শ্রমিকের মজুরি। ৬) নিরাপদ কর্মী পরিবেশ।

২০১০ সালে মোট ১৮১ মিলিয়ন টন সিনথেটিক পস্নাস্টিক উৎপাদিত হয়েছিল যার মাত্র ১% ছিল টেকসই পস্নাস্টিক। ২০২০ সালে বায়োব্যাসেড পলিমার উৎপাদন ক্ষমতা তিনগুণ হবে বলে আশা করা হচ্ছে (২০১১ সালে ৩.৫ মিলিয়ন টন থেকে ২০২০ সালে ১২ মিলিয়ন টন)। টেকসই পণ্যগুলোর উদীয়মান অগ্রাধিকারকে পুঁজি করার জন্য, পণ্য ডিজাইনার এবং নির্মাতারা ঐতিহ্যবাহী পেট্রোলিয়ামভিত্তিক পস্নাস্টিকগুলোর বিকল্প খুঁজছেন। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি নতুন পস্নাস্টিকগুলো এখন অনেক প্রচলিত পস্নাস্টিকের ক্ষেত্রে সহজেই প্রতিস্থাপিত হতে পারে। এই উপকরণগুলো হালকা পরিবেশগত পদচিহ্নসহ উচ্চমানের, প্রতিযোগিতামূলক পণ্য উৎপাদন করতে পারে। আক্ষরিক অর্থে ১০০% টেকসই পস্নাস্টিকের (বা অন্য কোনো উপাদান) মতো কোনো জিনিস নেই। উৎপাদন এবং পরিবহনে সর্বদা কাঁচামাল ব্যবহৃত হবে। তবে আরও টেকসই পস্নাস্টিকের উৎপাদনের ক্রমবর্ধমান উন্নতিগুলো আমাদের পরিবেশের ওপর উলেস্নখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং একটি টেকসই ভবিষ্যতের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। টেকসই পস্নাস্টিক ব্যবহার বাস্তবায়নের লক্ষ্যে জৈব পস্নাস্টিকের প্রচলন শুরু হয়েছে। জৈবপস্নাস্টিক হলো পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে আসা পচনশীল উপকরণ। এটি পস্নাস্টিকের বর্জ্যের সমস্যাটি অনেকাংশে হ্রাস করে এবং পরিবেশ দূষণরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এগুলো ১০০% অবননযোগ্য, সমানভাবে প্রতিরোধী এবং বহুমুখী, ইতিমধ্যে কৃষি, টেক্সটাইল শিল্প, ওষুধ এবং সর্বোপরি, পাত্রে এবং প্যাকেজিং বাজারে ব্যবহৃত হয়েছে। জৈবপস্নাস্টিকে শুধু পরিবেশবান্ধবই নয়, এটি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা যায়। ২০২০ সালে বৈশ্বিক পস্নাস্টিক উৎপাদনের ৩% জৈব পস্নাস্টিক থাকবে বলে ধারণা করা হচ্ছে। জৈব পস্নাস্টিকের বিকাশের দ্বারা অখাদ্যভিত্তিক কৃষি উৎস থেকে বায়োব্যাসেড পস্নাস্টিক, পচনশীল পণ্য ছাড়াও টেকসই পণ্যগুলোর বিকাশ এবং থার্মোপস্নাস্টিক এবং থার্মোসেট পলিমারগুলোর জন্য নতুন বায়োব্যাসযুক্ত রাসায়নিকগুলোর বিস্তার ঘটেছে। বাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব সাসটেইনেবল কেমিক্যাল টেকনোলজিসের (সিএসসিটি) বিজ্ঞানীরা পস্নাস্টিকের একটি পচনশীল রূপ তৈরি করতে সক্ষম হন। এটি চিনি এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি করা হয়। এটি কম চাপ এবং সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডেএর সঙ্গে থাইমিডিন নামক একটি চিনি একত্রিত করে তৈরি করা হয়। চাল স্টার্চ দিয়ে টেকসই, পচনশীল পলিমার তৈরি করা যায়। এই পলিমারগুলো খাদ্য প্যাকেটজাতকরণে ব্যবহৃত হয়। চাল দিয়ে তৈরি এই জৈব পস্নাস্টিকের উচ্চমানের তাপ প্রতিরোধক ক্ষমতা আছে। জৈব পস্নাস্টিকের আরেকটি নবায়নযোগ্য উৎস হলো কলার খোসা। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কলার খোসা থেকে জৈব পস্নাস্টিক তৈরি করা যায় যা সাধারণ পস্নাস্টিকের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দেয়। চিংড়ি মাছের শরীরের বাইরের আবরণ থেকেও জৈব পস্নাস্টিক তৈরি করা যায়। চিংড়ি মাছের আবরণ উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হতো কিন্তু এই উচ্ছিষ্টই এখন উন্নত মানের টেকসই পস্নাস্টিক উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। সামুদ্রিক শৈবাল প্রচুর পরিমাণে সমুদ্রে পাওয়া যায়, খাবার হিসেবে খুব বেশি প্রচলিত নয়, জন্মানোর জন্য জমির জায়গা নেয় না এমনকি সারের প্রয়োজন হয় না। এটি জৈব পস্নাস্টিক তৈরির জন্য নিখুঁত উপাদান। অস্ট্রেলিয়ান মুখোশধারী মৌমাছি (হ্যালুস জিন) আশ্রয় তৈরির উপাদান জৈব পস্নাস্টিক তৈরি একটি দুর্দান্ত উৎস হতে পারে। অন্যান্য মৌমাছিদের মতো তারা মৌচাকে বাস করে না কিন্তু তাদের বাসা তৈরির উপাদান জল রোধক, তাপ প্রতিরোধী, রাসায়নিক প্রতিরোধী। জৈব পস্নাস্টিক উৎপাদনের আরেকটি নবায়নযোগ্য উৎস হলো আলুর খোসা ব্যবহৃত হওয়ার দুই মাসের ভিতরে এই পস্নাস্টিকটি পৌঁছে যাবে। এ ছাড়াও আখের ছোবড়া ব্যবহার করে জৈব পস্নাস্টিক তৈরি করা যায় এটি অত্যন্ত পরিবেশবান্ধব এবং সাধারণ পস্নাস্টিকের তুলনায় উন্নতমানের। টেকসই পস্নাস্টিক উৎপাদনশীল সংস্থাগুলো টেকসই প্রত্যাশিত গ্রাহকদের প্রত্যাশা পূরণে সহায়তা করে এবং প্রতিযোগিতামূলক থাকতে সহায়তা করে। এগুলো প্রায়ই বিভিন্ন বায়োমাস উৎস থেকে উদ্ভূত হয়, সর্বাধিক ব্যবহৃত হয় স্টার্চ নামক একটি প্রাকৃতিক পলিমার যা বিভিন্ন উপকরণে সংহত হতে পারে। স্টার্চভিত্তিক পস্নাস্টিকগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে যেহেতু এগুলো অনন্য সংমিশ্রিত উপকরণ তৈরি করতে বিভিন্ন পেট্রোলিয়ামভিত্তিক পলিমার বা বায়োপলিমারগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারে। এই যৌগিক পদার্থগুলো তখন মানসম্মত প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি ব্যবহার করে ছাঁচনির্মাণ করা যায়। সাধারণভাবে, স্টার্চভিত্তিক পস্নাস্টিকগুলো জৈব পস্নাস্টিকের তুলনায় বেশি দামের প্রতিযোগিতামূলক। কারণ এসব পস্নাস্টিকের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেমন- তাপ সহনশীলতা এবং যান্ত্রিক শক্তি যা অন্য জৈব পস্নাস্টিকের নেই. বর্তমানে ব্রাজিলে আখ ব্যবহার করে পস্নাস্টিক তৈরি করা হয়। পিএইচএ (পলি হাইড্রক্সি অ্যালকানোটস) এবং পিএলএ (পলিল্যাকটিক এসিড) উভয়ই শর্করা থেকে তৈরিকৃত যা উৎপন্ন হয় স্টার্চি কৃষি উৎস বা বায়োমাস থেকে। বর্তমানে, ভুট্টা স্টার্চ বায়োপলিমার উৎপাদন করতে ব্যবহার করা যেতে হয়। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৯০ বিলিয়ন বুশেল ভুট্টা চাষ করা হয়েছিল। পিএলএ স্টার্চি বায়োমাস এবং অন্যান্য প্রাকৃতিক বর্জ্য দিয়েও তৈরি করা হয়। টেকসই পস্নাস্টিক উৎপাদনে বিভিন্ন কৃষিজাত পণ্য ব্যবহার করা যায় যেমন নাইলন ১০, নাইলন ৬, পিইপি, পিইটি এবং অ্যাক্রিলিকস। বর্তমানে কোকাকোলা একটি বায়ো বেসড পিইটি (পলিইথিলিন টেরিপ্যাথেলেট) বোতল চালু করেছে যা ৩০% শতাংশ উদ্ভিদজাত পণ্য এবং ৭০% ভাগ পেট্রোলিয়ামের সংমিশ্রণ। সাধারণত ৩০% মনো-ইথিলিন গস্নাইকোল (এমইজি) এবং ৭০% টেরেফথালিক এসিড থেকে পিইটি বোতল তৈরি হয় এসিড। ৩০% জৈব-পিইটি বোতলের উৎপাদন ক্ষমতা ৪৫২,০০০ টন। জৈব পস্নাস্টিকে উৎপাদনের জন্য সেলুলোজিক পদার্থগুলো একটি কার্যক্ষম কার্বন উৎস। এসব নবায়নযোগ্য উৎসগুলো থেকে খুব সহজেই কম খরচে পরিবেশবান্ধব পস্নাস্টিক তৈরি করা যায়। পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে তৈরি টেকসই পস্নাস্টিক দূষণ রোধ করবে এবং উচ্চমানের পণ্য তৈরি করবে। এ সব নবায়নযোগ্য কাঁচামাল পস্নাস্টিকের নান্দনিকতা বৃদ্ধি করবে এবং বেশি প্রাকৃতিক হবে। পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। এই উপকরণগুলো পস্নাস্টিকের স্থায়িত্ব বাড়ানো কর্মক্ষমতা বৃদ্ধি সাহায্য করতে পারে এবং উৎপাদন খরচ কমাতে পারে। পস্নাস্টিকের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই অবগত। এই সমস্যার সমাধান হতে পারে টেকসই পস্নাস্টিক। টেকসই পস্নাস্টিকের উৎপাদন সহজ এবং ব্যয়বহুল নয় বিভিন্ন নবায়নযোগ্য উৎস যেমন ভুট্টা, আলুর খোসা, আখের ছোবড়া চিংড়ি, চাল এসব থেকেই পস্নাস্টিক উৎপন্ন করা যায় যা অত্যন্ত সহজলভ্য। সুতরাং প্রচলিত পস্নাস্টিকের ব্যবহার থেকে বেরিয়ে এসে টেকসই পস্নাস্টিকের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া এখন সবার কর্তব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90609 and publish = 1 order by id desc limit 3' at line 1