শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
কার্যকর পদক্ষেপ নিন

সিলিন্ডার বিস্ফোরণ

নতুনধারা
  ০৩ মার্চ ২০২০, ০০:০০

একের পর এক যেভাবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং নিহত হওয়ার খবর আসছে তাতে এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বহুল ব্যবহৃত গ্যাস সিলিন্ডার যেন একটা আতঙ্কের নাম। এছাড়া প্রতিনিয়ত সড়কপথে দুর্ঘটনা ঘটেই চলেছে। সঙ্গত কারণেই সামগ্রিক পরিস্থিতি আমলে নিলে ভয়ানক চিত্রই পরিলক্ষিত হয়, যা অত্যন্ত উদ্বেগের। প্রসঙ্গত বলা দরকার, গাড়িতে ব্যবহৃত সিলিন্ডার, বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারসহ একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে সার্বিকভাবে এই ধরনের ঘটনা আমলে নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ জরুরি বলেই প্রতীয়মান হয়। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল, গোপালগঞ্জে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃতু্য হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী মারা যান। প্রাইভেটকারের আরও দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে তাদেরও মৃতু্য হয়। আমরা মনে করি, এই ঘটনায় এটা লক্ষণীয় যে, একদিকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে, অন্যদিকে গাছের সঙ্গে ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। ফলে আমলে নেওয়া দরকার, সড়ক দুর্ঘটনা যেমন ঘটছে, যেখানে অদক্ষ চালকের বিষয়টিও আলোচনায় এসেছে, তেমনি সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে এর মান নিয়েও প্রশ্নে উঠেছে। ফলে এই ঘটনায় নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি এবং সিলিন্ডার বিস্ফোরণ আমলে নিয়ে উদ্যোগী হতে হবে। মনে রাখা দরকার, প্রতিটা দিনই সড়ক পথে ঘটছে ভয়ানক দুর্ঘটনা, এছাড়া একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে নানাভাবে। ফলে সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

বলার অপেক্ষা রাখে না, এর আগেও গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নানা কারণও বিভিন্ন সময়ে সামনে এসেছে। গাড়িতে যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে। সিলিন্ডার মানসম্মত না হলে বিস্ফোরণ ঘটতেই পারে এই বিষয়গুলোও আলোচনায় এসেছে। আর গাড়ি ব্যবহারকারীদের অসচেতনতা অথবা খামখেয়ালিপনার জন্যও সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এমন বিষয়ও আলোচনায় এসেছে নানা সময়ে। এছাড়া গাড়িকে গ্যাসচালিত করার জন্য যে প্রক্রিয়ায় কনভার্সন সম্পন্ন করা হয়, সেটাও অনেক ক্ষেত্রে ত্রুটিমুক্ত নয় বলেও জানা যায়। আমরা মনে করি, সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ এবং তার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সর্বোপরি আমরা এটা বলতে চাই যে, একের পর এক নানাভাবে দুর্ঘটনার কবলে পড়ে মানুষ চলে যাবে না ফেরার দেশে এমনটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ফলে গাড়ি চালনায় ব্যবহারকারীদের যেমন সচেতন থাকতে হবে, তেমনি সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করার ব্যাপারে সচেতন হতে হবে। মনে রাখা দরকার, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা ও নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই। সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নিশ্চিত হোক এমনটি কাম্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90873 and publish = 1 order by id desc limit 3' at line 1