পাঠক মত

ভাষা বিকৃতি বর্জন করুন

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মনেরভাব প্রকাশ করার জন্য ভাষা ছাড়া সহজ পদ্ধতি পৃথিবীতে আর দ্বিতীয়টা মেলে না, তাই সেটা বাংলা, ইংরেজি, উর্দু, ফারসি, স্প্যানিস এবং পৃথিবীর যে ভাষায় হোক না কেন সেই ভাষায় তার স্থানীয় মানুষ মনের ভাব প্রকাশ করতে পেরে এবং স্বাচ্ছন্দ্যের বহিঃপ্রকাশ করতে পেরে তৃপ্তি অনুভব করে। অনেকে নিজের মাতৃভূমির ভাষার পাশাপাশি অধিক জ্ঞান লাভের জন্য দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, চীনা এবং অন্য দেশের ভাষা শেখে, কথা বলে এবং লিখেও ভাব প্রকাশ করে। তেমনি আমরা বা আমাদের দেশের অধিকাংশ মানুষও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখছি, বলছি ও লিখছি। কিন্তু এই শেখা, বলা এবং লেখার ভিতরে ব্যাপক ব্যবধান পরিলক্ষিত। ইদানীং দেখি অনেকে এসএমএস (ঝগঝ) লেখে ঋরহব কে ঋ৯,ঙয গু এড়ফ কে ঙগএ, এড়ড়ফ ঘরমযঃ কে এফঘ৮, ঐধঢ়ঢ়ু ইরৎঃযফধু কে ঐইউ,ঞযধহশং কে ঞহী, চযড়হব কে ঢ়যহ এরকম হাজারো শব্দ বিকৃতি করে একটি আন্তর্জাতিক ভাষাকে আমরা অপমান করছি। ইংরেজির সঠিক চর্চা না করে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি, কেননা এই মুহূর্তে ভালো চাকরিও এই ভাষার ওপর নির্ভর করে। আমি বুুঝি না, আমরা তো সেই দেশের নাগরিক যারা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম তাহলে আমাদের দ্বারা এই রকম বিকৃতি পৃথিবীর কেউ আশা করতে পারে না। পৃথিবীর সব ভাষাকে শ্রদ্ধা জানিয়ে নিজের দেশের ভাষাকে মনেপ্রাণে লালন করে আসুন প্রত্যেকেই শুদ্ধতার চর্চা করি। আবু সোহান ব্যবস্থাপনা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া