শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা হলো জাতির মেরুদন্ডস্বরূপ। যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি অর্থনীতিসহ সব দিক থেকে উন্নত। আর শিক্ষাপ্রতিষ্ঠান হলো একটি উন্নত জাতি গঠনের শ্রেষ্ঠ স্থান। শিক্ষকরা সে জাতি গঠনে মূল কারিগর। শিক্ষক শিক্ষার্থী এবং পরিচালনা কমিটি এ তিনের প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়। পরিচালনা কমিটি দুর্বল হলে পুরো প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে যায়। আমাদের দেশে গ্রাম বা মফস্বল অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দাখিল, আলিম স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং বা পরিচালনা কমিটিতে স্থান পায় অনেক অশিক্ষিত ব্যক্তিরা। এরা শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নতি সাধনে যথাযথ ভূমিকা রাখতে পারে না। ফলে শিক্ষার্থী শিক্ষাগত মান যেমন অপরিপক্ব থাকে, পাশাপাশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রভাবশালী ব্যক্তিরা নানা প্রকার নীতিমালা বহির্ভূত কাজের সুযোগ গ্রহণ করে। বলা হয়ে থাকে, বর্তমান সরকারের সময় শিক্ষা খাতে সবচেয়ে বেশী উন্নতি সাধিত হয়েছে। তাই শিক্ষা বিভাগের কাছে আকুল আবেদন, শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গ দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। তাসনীম আলম শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়