শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
পাঠক মত

পবিত্র রমজান বয়ে আনুক জান্নাতের অগ্রিম বার্তা

নতুনধারা
  ২৬ এপ্রিল ২০২০, ০০:০০

প্রথমে লাখো কোটি শুকরিয়া আদায় করি সেই মহান রাব্বুল আলামিন আলস্নাহকে, যিনি আপনাকে-আমাকে সারা পৃথিবী আসমান-জমিনসহ সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছেন। মহান সৃষ্টিকর্তা জিন এবং ইনসানকে (মানুষ) সৃষ্টি করেছেন শুধু মাত্র তার ইবাদত করার জন্য। রোজাদারের রমজানের অগ্রিম প্রস্তুতি একজন ঈমানদারের বৈশিষ্ট্য বহন করে থাকে। মহান আলস্নাহ তায়ালাকে সন্তুষ্ট করার যতগুলো ইবাদত আছে, এর মধ্যে সহজ এবং অন্যতম ইবাদত হচ্ছে রোজা। আলস্নাহ তায়ালার অনুগ্রহ পাওয়ার আর যতগুলো ইবাদত আছে, নিখুতভাবে ওই ইবাদতগুলো পালন করে আলস্নাহকে খুশি করা অনেকটা কঠিন কাজ। মহান আলস্নাহকে পরিপূর্ণভাবে তাঁর আনুগত্যে আছি, এটাই একজন রোজাদার রোজা থেকে সহজেই প্রমাণ দিতে পারেন। একজন রোজাদার সৃষ্টিকর্তার নির্দেশ পালন করেই সে এই মে মাসের খরতাপ, গরমের মধ্যে তৃষ্ণায় কাতর হয়ে রোজা পালন করেন, শুধুমাত্র আলস্নাহকে খুশি করার জন্য এবং জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কঠিন কষ্টে রমজান মাসের রোজা পালন করেন। একজন রোজাদার রোজা রেখে তৃষ্ণায় কাতর হয়ে এত কষ্টের মধ্যে ইচ্ছা করলে ঘরের মধ্যে গোপনে একাকী তার তৃষ্ণা নিবারন করতে পারেন। কিন্তু একমাত্র আলস্নাহর হুকুম পালনের জন্যই তাকওয়ার কারণে অধিক কষ্ট স্বীকার করে রোজা রাখেন। আর এ কারণেই আলস্নাহ তায়ালার বুঝতে বাকি থাকে না যে, বান্দা আমাকে বিশ্বাস করে রোজা রাখছে। আলস্নাহ তায়ালা রোজাদারদের ওপর খুশি হয়ে কঠিন হাসরের ময়দানে নিজ হাতে হাউসে কাওসারের পানি পান করিয়ে চিরতরে পিপাসা নিবারন ও জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। আমরা মুসলমান যারা আলস্নাহকে বিশ্বাস করি, পরকালে কঠিন শাস্তির ভয়ে ও বেহেস্তের অসীম সুখ, অনাবিল আনন্দ পাওয়া সহজ ইবাদত আসন্ন পবিত্র রমজান বয়ে আনুক জান্নাতের অগ্রিম বার্তা।

\হএমএ কাদের

\হকালিগঞ্জ, ঝিনাইদহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<97419 and publish = 1 order by id desc limit 3' at line 1