পাঠক মত

শিশুদের মোবাইল আসক্তি

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। অথচ এই শিশুরাই ঝুঁকে পড়ছে মোবাইল আসক্তিতে। বাবা-মা ও নিশ্চিন্তে তার আদরের শিশুটির হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। অথচ চিকিৎসা বিজ্ঞানের দাবি, শিশুদের হাতে কোনো ইলেক্ট্রনিক বা মোবাইল ফোন দেওয়া উচিত না। এর জন্য নানা ধরনের রোগ হয় শিশুদের। মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি শিশুদের চোখের ক্ষতি করে আর এর সঙ্গে মস্তিষ্কের ওপর প্রভাব পড়ে। দীর্ঘক্ষণ মোবাইল আসক্তির কারণে শিশুদের কল্পনাশক্তি লোপ পায়। এমনকি শিশুর সামাজিকীকরণেও সমস্যা দেখা দেয়। শিশু সামাজিক জীবনে ও পরিবারের সঙ্গে মেশার আগ্রহ হারিয়ে ফেলে, একটি ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ে। তাই শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন। মোছা. ফাতিমাতুজ্জোহরা শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়