পাঠক মত

করোনা সংকটে অসহায় ও ছিন্নমূলদের কী হবে?

প্রকাশ | ০৫ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রায় ২০ শতাংশ লোক দরিদ্র রয়েছে। তার মধ্যে প্রায় ৩০ লাখ লোক বস্তিতে এবং প্রায় ১ লাখ লোক ভাসমান অবস্থায় থাকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে বস্তিবাসী ও ভাসমান লোক বাস করে। প্রকৃতপক্ষে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। সমাজের এই ছিন্নমূল মানুষ অনেক কষ্ট করে জীবনসংগ্রাম পরিচালনা করে। এসব মানুষের জীবনে নেই কোনো বিলাসিতা! নেই কোনো আকাঙ্ক্ষা। দুমুঠো ভাত জোগাড় করাই যাদের প্রধান কাজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মহামারি করোনা হানা দিয়েছে। প্রায় পুরো দেশেই চলছে লকডাইন। পুরো দেশ এখন স্থবির হয়ে গেছে। এসময় দিনমজুর, অসহায় এবং ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কর্মহীন হয়ে বেকার দিন কাটাচ্ছে। সমাজের এসব মানুষকে দেখার কেউ নেই। কাজকর্ম না থাকার ফলে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। এভাবে চলতে থাকলে তারা করোনা নয়, না খেয়ে মারা যাবে। মানবিক দিক বিবেচনা করে সরকার ও রাষ্ট্রের উচিত এদের সহযোগিতা করা। এই দুর্যোগের সময় তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। ভাসমান মানুষকে প্রতিদিন অন্তত দুবেলা অন্ন দিয়ে সাহায্য করা। সরকারি ত্রাণসামগ্রীর বরাদ্দ বাড়ানো এবং তা সুষমভাবে বণ্টন করা। আমাদের সমাজে অনেক ধনবান ও বিত্তশালী ব্যক্তি রয়েছেন। তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাই আসুন সমাজের সবাই মিলে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনার আমার সহযোগিতাই তাদের দেখাতে পারে নতুন একটি দিন। মনে রাখবেন, আমাদের মতো তাদের নেই কোনো বিলাসিতা বা আকাঙ্ক্ষা। দুবেলা আহার করাই যাদের প্রধান বিলাসিতা। আনিসুল ইসলাম অনার্স ২য় বর্ষ, বাংলা বিভাগ চাঁদপুর সরকারি কলেজ