বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
পরবর্তী অংশ আগামী সংখ্যায়
আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য ১৫. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- কবি কেন এ প্রার্থনা করেছেন? ক. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য খ. মাথা তুলে দাঁড়ানোর জন্য গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য ঘ. ত্যাগী মনোভাবের জন্য সঠিক উত্তর : গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য ১৬. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার কারণ কী? ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ খ. অর্থলোলুপ ব্যক্তিত্বের দৌরাত্ম্য গ. সামাজিক অবলুপ্তি ঘ. মানসিক বিপর্যয় সঠিক উত্তর : ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ১৭। আঠারো বছর বয়স পাথর বাঁধা কেমন করে ভাঙতে চায়? ক. বিদু্যতের বেগে খ. মেঘের বেগে গ. বাষ্পের বেগে ঘ. স্রোতের বেগে সঠিক উত্তর : গ. বাষ্পের বেগে ১৮. 'রক্তদানের পুণ্য' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ক. তারুণ্যের জীবনের ঝুঁকি খ. তারুণ্যের অগ্রগতি গ. তারুণ্যের বিক্ষুব্ধতা ঘ. তারুণ্যের উদ্দামতা সঠিক উত্তর : ক. তারুণ্যের জীবনের ঝুঁকি ১৯. আঠারো বছর বয়স কিসের প্রতীক? ক. কৈশোরের খ. যৌবনের গ. বিপস্নবের ঘ. উচ্ছলতার সঠিক উত্তর : খ. যৌবনের ২০. দেশ ও জাতির কল্যাণে তারুণ্যশক্তি এগিয়ে যায় কেন? ক. এটাই তারুণ্যের ধর্ম বলে খ. প্রধান নীতি তাই গ. তারুণ্য বন্ধনহীন বলে ঘ. তারুণ্য শক্তিশালী বলে সঠিক উত্তর : ক. এটাই তারুণ্যের ধর্ম বলে ২১। তরুণরা কার কাছে আত্মাকে সমর্পণ করে? ক. কবির কাছে খ. ঝড়ের কাছে গ. শপথের কোলাহলে ঘ. সত্যের কাছে সঠিক উত্তর : গ. শপথের কোলাহলে ২২. 'অসহ্য' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? ক. অস্‌জঝো খ. অশোজ্‌ঝো গ. অসোঝযো ঘ. অসেশাসঝো সঠিক উত্তর : খ. অশোজ্‌ঝো ২৩. আঠারো বছর বয়স কোন সময়কে নিরূপণ করেছে? ক. বিদ্রোহের সময়কে খ. নাগরিক হওয়ার সময়কে গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে ঘ. আত্মনির্ভরশীল হওয়ার সময়কে। সঠিক উত্তর : গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে ২৪. আঠারো বছর বয়স কী জানে না? ক. হাসা খ. কাঁদা গ. খেলা ঘ. যুদ্ধ সঠিক উত্তর : খ. কাঁদা ২৫. 'আঠারো বছর বয়স' কবিতার মূল উপজীব্য- ক. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার আহ্বান জানানো খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা গ. অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো ঘ. নতুন জীবন রচনার স্বপ্ন সঠিক উত্তর : খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা ২৬. সুকান্তের কবিতায় অন্যায়, সামাজিক বৈষম্য এবং নির্যাতিত মানুষের জন্য মমত্ববোধ প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে? ক. সমাজের দুর্নীতির প্রেক্ষাপটে খ. নির্যাতিত মানুষের জীবনাচরণের প্রেক্ষাপটে গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে ঘ. মানবজীবনের জটিল জীবনযাত্রার প্রেক্ষাপটে সঠিক উত্তর : গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে ২৭. আঠারো বছর বয়সে প্রাণ কেমন? ক. তীব্র আর প্রখর খ. ভীত আর নম্র গ. তীব্র আর কোমল ঘ. ভীত আর তীব্র সঠিক উত্তর : গ. তীব্র আর কোমল ২৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্য সমাজের জন্য ক্ষতিস্বরূপ? ক. বিদ্রোত্মক মনোভাব খ. সহজ-সরল জীবনবোধ গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব ঘ. জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলা সঠিক উত্তর : গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব ২৯. 'সপা' শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ক. সপা খ. সমর্পণ গ. সমারপণ ঘ. সঁপা সঠিক উত্তর : খ. সমর্পণ