এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ অন্যরা
ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ অন্যরা
জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান ১. ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ক. কলকাতায় খ. লন্ডনে গ. প্যারিসে ঘ. ঢাকায় সঠিক উত্তর : ক. কলকাতায় ২. ব্রিটিশ মিউজিয়াম, প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক সংগ্রহশালা এবং গ্রন্থগারের জন্য প্রাসাদোপম অট্টালিকার প্রয়োজন হয়েছিল- র. বিচিত্র সংগ্রহের কারণে রর. সংরক্ষণের সুবিধার্থে ররর. সংগ্রহের বিপুলতার কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও ফিলিপ শিক্ষা সফরে বলধা গার্ডেনে গিয়ে নানা ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়। অজানা অসখ্য উদ্ভিদ এবং আহরিত নতুন জ্ঞান তাকে কৌতূহলী করে তোলে। ৩. ফিলিপের কৌতূহলী হওয়া এবং জাদুঘরে কেন যাব রচনায় মানুষের আবেগাপস্নুত হওয়ার কারণ হলো- র. আনন্দদায়ক রর. বৈচিত্র্যপূর্ণ ররর. অভিনব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪. ওই দিক নিচের কোন বাক্যে প্রকাশ হয়েছে? ক. সদ্য স্বাধীন দেশগুলোর আত্মপরিচয়ের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয় খ. জাদুঘর আমাদের আনন্দ দেয় গ. জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় বিপুল কৌতূহল ঘ. জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি, তেমনি তা সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণ ঘটাতে পারে সঠিক উত্তর : গ. জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় বিপুল কৌতূহল ৫. জাদুঘরে কেন যাব কার লেখা প্রবন্ধ? ক. আনিস আহমেদ খ. কাজী মোতাহের হোসেন গ. আনিসুজ্জামান ঘ. আনিসুল হক সঠিক উত্তর : গ. আনিসুজ্জামান ৬. আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯২৭ খ. ১৯৫৩ গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮ সঠিক উত্তর : গ. ১৯৩৭ ৭. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপস্নব কোনটি? ক. রুশ বিপস্নব খ. স্পেন বিপস্নব গ. গণতান্ত্রিক বিপস্নব ঘ. ফরাসি বিপস্নব সঠিক উত্তর : ঘ. ফরাসি বিপস্নব \হ ৮. তিনি দীর্ঘকাল কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? ক. শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : ক. শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় ৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী কত সালে ছিল? ক. ২০০০ সালে খ. ২০০১ সালে গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে সঠিক উত্তর : গ. ২০০৩ সালে ১০. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত? ক. মিসরের পূর্বে খ. উত্তর মিসরে গ. উত্তর গ্রিসে ঘ. ভারতে সঠিক উত্তর : খ. উত্তর মিসরে ১১. জাদুঘর সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন ঘটায় কীভাবে? ক. অর্জিত জ্ঞানের মাধ্যমে খ. ভাবাদর্শ ছড়িয়ে গ. অবাধ বিনিময়ের মাধ্যমে ঘ. আত্মপরিচয় জ্ঞাপন করে সঠিক উত্তর : খ. ভাবাদর্শ ছড়িয়ে ১২. 'পুরনো বাংলা গদ্য' গ্রন্থটি কার লেখা? ক. আনিসুজ্জামান খ. আবদুল হক গ. শওকত আলী ঘ. শওকত ওসমান সঠিক উত্তর : ক. আনিসুজ্জামান ১৩. রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণ কোনটি? ক. ফরাসি বিপস্নব খ. রুশ বিপস্নব গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সঠিক উত্তর : খ. রুশ বিপস্নব ১৪. গত ত্রিশ বছরে কোন দেশে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে? ক. ফ্রান্সে খ. ভারতে গ. ব্রিটেনে ঘ. অস্ট্রেলিয়ায় সঠিক উত্তর : গ. ব্রিটেনে ১৫. ঢাকার কোথায় বঙ্গবন্ধু জাদুঘরটি অবস্থিত? ক. ঢাকার শাহবাগে খ. ঢাকার মালিবাগে গ. ঢাকার মিরপুরে ঘ. ঢাকার ধানমন্ডিতে সঠিক উত্তর : ঘ. ঢাকার ধানমন্ডিতে