শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, চলবে ভার্চুয়াল ক্লাস

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। তবে অনলাইন এবং ডিসট্যান্স লার্নিং কোর্স চলবে। একই সঙ্গে চলবে অনলাইনে বা ভার্চুয়াল ক্লাস। ২৭ মে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুশিয়াল ক্লাস এবং ডিসট্যান্স লার্নিং (দূরশিক্ষণ) কোর্স চলবে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে সরকার।