জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গ্রেগর মেন্ডেল
প্রশ্ন : 'বংশগতির সূত্র' আবিষ্কার কে করেন? উত্তর : গ্রেগর মেন্ডেল। প্রশ্ন : 'একুশে ফেব্রম্নয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন? উত্তর : হাসান হাফিজুর রহমান। প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার কখন করা হয়? উত্তর : ২২ ডিসেম্বর, ১৯৬৯ সালে। প্রশ্ন : 'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থটি কার লেখা? উত্তর : শওকত আলী। প্রশ্ন : এমএ মুহিত কত তারিখে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন? উত্তর : ২১ মে, ২০১১। প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : হাডসন। প্রশ্ন : বৈদু্যতিক পাখা আবিষ্কার করেন কে? উত্তর : এসএস হুইলার।