এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে রক্ষিত আহসান মঞ্জিলের ধাতব নকশা
জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান ১৬. পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব কী হিসেবে বিকশিত? ক. স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় খ. প্রদর্শনীয় বিষয় গ. সংরক্ষণের নৈপুণ্যের বিষয় ঘ. সংগ্রহের বিষয় সঠিক উত্তর : ক. স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় ১৭. সামরিক জাদুঘরের প্রতিষ্ঠাকাল কোনটি? ক. ১৯৫৫ খ. ১৯৮৫ গ. ১৯৬৭ ঘ. ১৯৮৭ সঠিক উত্তর : ঘ. ১৯৮৭ ১৮. শিক্ষামন্ত্রীর ভাষণে তার মুদ্রিত 'জাদুঘর' শব্দের জায়গায় কোন শব্দটি পড়ছিলেন? ক. সংগ্রহশালা খ. নিদর্শনশালা গ. মিউজিয়াম ঘ. সংরক্ষণশালা সঠিক উত্তর : গ. মিউজিয়াম ১৯. পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়? ক. জার্মানিতে খ. আলেকজান্দ্রিয়ায় গ. লন্ডন ঘ. ইটালি সঠিক উত্তর : খ. আলেকজান্দ্রিয়ায় ২০. উর্দুতে জাদুঘরকে কী বলা হয়? ক. জাদুঘর খ. মিউজিয়াম গ. আজবখানা ঘ. অজায়েব ঘর সঠিক উত্তর : গ. আজবখানা ২১. 'কী জাদু বাংলা গানে!'- বাক্যে 'জাদু' শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক. ইন্দ্রজাল খ. ভেলকি গ. কুহক ঘ. মনোহর সঠিক উত্তর : ঘ. মনোহর ২২. ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ক. আগ্রায় খ. দিলিস্নতে গ. কলকাতায় ঘ. মুম্বাই সঠিক উত্তর : গ. কলকাতায় ২৩. জাদুঘরকে প্রাবন্ধিক কী বলে আখ্যা দিয়েছেন? ক. বিনোদনকেন্দ্র খ. অবসর কাটানোর উপযুক্ত স্থান গ. শক্তিশালী সামাজিক সংগঠন ঘ. আড্ডা দেয়ার স্থান সঠিক উত্তর : গ. শক্তিশালী সামাজিক সংগঠন ২৪. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত? ক. বাংলমোটরে খ. কাটাবনে গ. শাহবাগে ঘ. গুলিস্তানে সঠিক উত্তর : গ. শাহবাগে ২৫. সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য আনিসুজ্জামান লাভ করেছেন- র. একুশে পদক রর. আলাওল সাহিত্য পুরস্কার ররর. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি-লিট নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৬. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল- র. নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার রর. উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা ররর. দর্শনচর্চার কেন্দ্র নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৭. প্রথম জাদুঘর কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত? ক. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী খ. তৃতীয় শতাব্দী গ. চতুর্থ শতাব্দী ঘ. খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী সঠিক উত্তর : গ. চতুর্থ শতাব্দী ২৮. জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে- র. সামাজিক অবস্থা রর. রাজনৈতিক অবস্থা ররর. সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৯. জাদুঘরে সংরক্ষণ করা হয় যে ধরনের বস্তু, তা হলো- র. লুপ্তপ্রায় বস্তু রর. অনন্য চমকপ্রদ বস্তু ররর. বিস্ময় উদ্রেককারী বস্তু নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর