বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

জাতিতাত্ত্বিক জাদুঘর

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নাম্বার প্রশ্নের উত্তর দাও। লোকশিল্প গবেষণার ওপর অ্যাসাইনমেন্ট করার জন্য বাবু সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যায়। শুধু লোকশিল্প নয়, টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, মুক্তিযুদ্ধের দলিল- এসব তাকে মুগ্ধ করল। ৩০. উদ্দীপকের বাবুর মুগ্ধ হওয়ার সঙ্গে প্রবন্ধে উলিস্নখিত বাক্যটির সাদৃশ্য রয়েছে? ক. জাদুঘর আমাদের আনন্দ দেয় খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল গ. জাদুঘর আমাদের শক্তি জোগায় ঘ. জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন সঠিক উত্তর : খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল ৩১. উদ্দীপকের ন্যায় 'জাদুঘরে কেন যাব' প্রবন্ধের মূল বক্তব্য হলো- র. জাদুঘরের মাধ্যমে জাতি আত্মবিকাশ লাভ করে রর. সাংস্কৃতিক উত্তরাধিকারকে সংরক্ষণ করে জাদুঘর ররর. জাদুঘরের মাধ্যমে শিক্ষাবিস্তার সম্ভব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩২. 'জাদুঘরে কেন যাব' রচনায় প্রতিষ্ঠার রুচিমাফিক কী গড়ে ওঠে? ক. ব্যক্তিগত জাদুঘর খ. সামাজিক জাদুঘর গ. রাজনৈতিক জাদুঘর ঘ. রাষ্ট্রীয় জাদুঘর সঠিক উত্তর : ক. ব্যক্তিগত জাদুঘর ৩৩. পৃথিবীর প্রথম জাদুঘরে মূলত কী ছিল? ক. দর্শনচর্চার কেন্দ্র খ. নিদর্শন সংগ্রহশালা গ. ইতিহাস চিত্র ঘ. ঐতিহ্য সঠিক উত্তর : ঘ. ঐতিহ্য ৩৪. সম্পন্ন ব্যক্তি কী গড়ার ভিত্তি রচনা করেছিল? ক. জাদুঘর খ. লাইব্রেরি গ. ক্লাব ঘ. গবেষণাগার সঠিক উত্তর : ক. জাদুঘর ৩৫. প্রাচীন জিনিসপত্র সংগ্রহের কথা কোথায় অবিদিত ছিল? ক. আধুনিককালে খ. ইউরোপে গ. প্রাচ্য দেশে ঘ. লন্ডনে সঠিক উত্তর : গ. প্রাচ্য দেশে ৩৬. 'জাদু' শব্দটা কোন ভাষার শব্দ? ক. আরবি খ. ফার্সি গ. নাগরি ঘ. বাংলা সঠিক উত্তর : খ. ফার্সি ৩৭. জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? ক. ঢাকা খ. রাজশাহী গ. চট্টগ্রাম ঘ. ইউরোপ সঠিক উত্তর : গ. চট্টগ্রাম ৩৮. ফরাসি বিপস্নবের পরে কিসের দ্বার উন্মোচিত হয়? ক. ভের্সাই প্রাসাদ খ. প্রজাতন্ত্রের গ. গণতন্ত্রের ঘ. সামন্ত প্রভুর সঠিক উত্তর : ক. ভের্সাই প্রাসাদ ৩৯. কোন জাদুঘর এখন খুবই প্রচলিত? ক. লু্যভ মিউজিয়াম খ. উন্মুক্ত মিউজিয়াম গ. হার্মিতিয়ে মিউজিয়াম ঘ. ব্রিটিশ মিউজিয়াম সঠিক উত্তর : খ. উন্মুক্ত মিউজিয়াম ৪০. জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে? ক. আত্মপরিচয় খ. জাতিসত্তার গ. প্রাচীন নিদর্শন ঘ. জাতির ঐতিহ্য সঠিক উত্তর : খ. জাতিসত্তার ৪১. জাদুঘরে 'ঘর' শব্দটি কোন ভাষা থেকে আগত? ক. বাংলা খ. ইংরেজি গ. হিন্দি ঘ. উর্দু সঠিক উত্তর : ক. বাংলা ৪২. স্মারক পুস্তিকা 'ঐতিহ্যায়ন' কত খ্রিষ্টাব্দে প্রকাশিত? ক. ২০০২ খ. ২০০৪ গ. ২০০৬ ঘ. ২০০৩ সঠিক উত্তর : ঘ. ২০০৩ ৪৩. রুশ বিপস্নবে নেতৃত্ব দেন কে? ক. অ্যাশমোল খ. ট্রাডেসান্ট গ. ভ. ই. লেলিন ঘ. স্যার রবার্ট কটন সঠিক উত্তর : গ. ভ. ই. লেলিন