জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী? উত্তর : বনফুল। প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ কোনটি? উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য। প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর : ১৩৬তম। প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী? উত্তর : অ্যাক্টভার্ট। প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট হলো- উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি। প্রশ্ন : রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর : ভিটামিন ডি। প্রশ্ন : 'সুপার নোভা' আসলে কী? উত্তর : মৃত তারকা। প্রশ্ন : বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ? উত্তর : ২৮তম।