জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ড. মুহম্মদ শহীদুলস্নাহ
প্রশ্ন : 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো? উত্তর : ড. মুহম্মদ শহীদুলস্নাহ্‌কে। প্রশ্ন : বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর : ১৯২২ সালে। প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে? উত্তর : ২২ মে। প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী? উত্তর : ডিপিই। প্রশ্ন : ব্যাবিলনের শূন্য উদ্যান কে তৈরি করেন? উত্তর : নেবুচাঁদ নেজার। প্রশ্ন : কত সালে 'গ্রিন পিস' আন্দোলন শুরু হয়? উত্তর : ১৯৮৫ সালে। প্রশ্ন : পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর : সিকান্দার শাহ। প্রশ্ন : রাজউকের পুরনো নাম কী ছিল? উত্তর : ডিআইটি। প্রশ্ন : শ্বাসনালি দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর : ব্রকোস্কোপ। প্রশ্ন : পাথ ফাইন্ডারে ব্যবহৃত রোবটটির নাম কী? উত্তর : সোজার্নার।