জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জর্জ ইস্টম্যান
প্রশ্ন : ক্যামেরা কে আবিষ্কার করেন? উত্তর : জর্জ ইস্টম্যান। প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালে বিভাগের সংখ্যা কতটি ছিল? উত্তর : ১২টি। প্রশ্ন : এনএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : বিপরীত শব্দের আলোচনা ব্যাকরণের কোন অংশে করা হয়? উত্তর : রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। প্রশ্ন : মিয়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি? উত্তর : মৃত আগ্নেয়গিরি। প্রশ্ন : সাঙ্গুভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর : চট্টগ্রামে। প্রশ্ন : লৌকিক কাহিনির প্রথম রচয়িতা কে? উত্তর : দৌলত কাজী। প্রশ্ন : পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম কী? উত্তর : হাইড্রোফিন। প্রশ্ন : মারকুইসাস দ্বীপ কোন ধরনের দ্বীপের উদাহরণ? উত্তর : আগ্নেয় দ্বীপ। প্রশ্ন : পাতা ঝরে পড়ার জন্য দায়ী কী? উত্তর : অ্যাবসিসিক এসিড। প্রশ্ন : 'গায়ে হলুদ' কোন সমাসের উদাহরণ? উত্তর : অলুক তৎপুরুষ। প্রশ্ন : ইংরেজ শাসনামলে আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে? উত্তর : লর্ড বেন্টিক। প্রশ্ন : কম্পাঙ্কের এককের নাম কী? উত্তর : হার্জ। প্রশ্ন : পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? উত্তর : শুক্রগ্রহ।