চবিতে করোনা শনাক্তকরণ ল্যাব উদ্বোধন

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদে নবপ্রতিষ্ঠিত কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৫০০টি নমুনা পরীক্ষা সম্ভব হবে জানা যায়। ১ জুন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুরুতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার স্বাগত বক্তব্য রাখেন এবং কোভিড-১৯ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করেন। ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুলস্নাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ অংশগ্রহণ করেন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রেরণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুলস্নাহ। এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষক ও গবেষক, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।