বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

'সারথি' শব্দের অর্থ-

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
আমার পথ কাজী নজরুল ইসলাম ১৬. এ 'ধূমকেতু' কী আনবে না? ক. বিনষ্ট খ. ধ্বংস গ. দুঃখ ঘ. ঝগড়া-বিবাদ সঠিক উত্তর : ঘ. ঝগড়া-বিবাদ ১৭. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কোন ব্যক্তি বাহিরে ভয় পায়? ক. যার ভেতরে ভয় খ. যে পরাধীন গ. যে মূর্খ গ. যে অত্যাচারী সঠিক উত্তর : ক. যার ভেতরে ভয় ১৮. এ দেশের কিসে পচন ধরেছে? ক. শিরায় শিরায় খ. রন্ধ্রে রন্ধ্রে গ. নাড়িতে নাড়িতে ঘ. দেহ-মনে সঠিক উত্তর : গ. নাড়িতে নাড়িতে ১৯. আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি কী? ক. নিজেকে চেনা খ. অপরকে চেনা গ. মিথ্যাকে চেনা ঘ. ভয়কে চেনা সঠিক উত্তর : ক. নিজেকে চেনা ২০. 'মেকি' শব্দের অর্থ কী? ক. অসমান খ. অসরল গ. মিথ্যা ঘ. ছলনা সঠিক উত্তর : গ. মিথ্যা ২১. 'ধূমকেতু' কোন ধরনের কাগজ? ক. রাজনৈতিক খ. অসাম্প্রদায়িক গ. ধর্মীয় ঘ. সাহিত্যিক সঠিক উত্তর : খ. অসাম্প্রদায়িক ২২. মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, সেখানে কিসের বৈষম্য কোনো দুশমনীয় ভাব আনে না? ক. গাত্রবর্ণের খ. জাতির গ. বংশ মর্যাদার ঘ. ধর্মের সঠিক উত্তর : ঘ. ধর্মের ২৩. মহাত্মা গান্ধী যা শেখাচ্ছিলেন- র. স্বাবলম্বন রর. নিজ শক্তির ওপর বিশ্বাস স্থাপন ররর. আত্মনির্ভরশীলতা নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৪. নিজ আত্মাকে চেনার দম্ভ যাতে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আনে তা- র. শির উঁচু করে রর. ভীতি সৃষ্টি করে ররর. শক্তি বাড়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২৫. 'ধূমকেতু'র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটি সামঞ্জস্যপূর্ণ- র. সত্যের পথযাত্রী রর. দাসত্ব হতে মুক্ত ররর. অসাম্প্রদায়িক চেতনা নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৬. কুর্নিশ শব্দের অর্থ কী? ক. অভিবাদন খ. অসম্মান প্রদর্শন গ. ছোট হওয়া ঘ. শুভেচ্ছা সঠিক উত্তর : ক. অভিবাদন নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও। রফিক ডিগ্রি পাস করে বেকার রয়েছে। কী করবে বুঝতে পারছে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা নেই। মনে মনে ভাবছে যদি একটি সরকারি চাকরি পাওয়া যেত। ২৭. উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমাদের মধ্যে কোন বিষয়টি নেই? ক. জ্ঞানের আলো খ. মর্যাদাবোধ গ. বিবেকবোধ ঘ. আত্মনির্ভরতা সঠিক উত্তর : ঘ. আত্মনির্ভরতা ২৮. উক্ত বিষয়টির অভাবে আমাদের মধ্যে যা প্রবল হয়ে উঠছে? ক. দাসত্ব খ. হীনতা গ. আত্মাভিমান ঘ. বিবেকহীনতা সঠিক উত্তর : ক. দাসত্ব ২৯. 'সারথি' শব্দের অর্থ কী? ক. ঘোড়ার চালক খ. গাড়িচালক গ. রথচালক ঘ. উটচালক সঠিক উত্তর : গ. রথচালক বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় ১) কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কি? ক) অধিকার খ) কর্তব্য গ) দায়িত্ব ঘ) সমবেদনা সঠিক উত্তর : ক. অধিকার ২) 'বিড়ালেন প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়' বলতে কি বোঝানো হয়েছে? ক) প্রথাগত আচরণ খ) স্বাভাবিক আচরণ গ) স্বভাববিরুদ্ধ আচরণ ঘ) অস্বভাবী আচরণ সঠিক উত্তর : ক) প্রথাগত আচরণ নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও? দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে! চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? ৩) কবিতাংশে 'বিড়াল' প্রবন্ধের যে চেতনার প্রকাশ ঘটেছে তা হলো- র) শ্রেণি বৈষম্য রর) সাম্যবাদিতা ররর) মানবিকতা নিচের কোনটি সঠিক ক) র, রর খ) র, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর সঠিক উত্তর : ঘ) র, রর, ররর ৪) উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে? ক) অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় খ) তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কী গ) পরোপকারই পরম ধর্ম ঘ) খইকে পাইলে কে চোর হয় সঠিক উত্তর : খ) তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কী ৫) 'বিড়াল প্রবন্ধের রচয়িতা কে? ক) আবুল ফজল খ) শওকত আলী গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যয় সঠিক উত্তর : গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়