বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৫ জুন ২০২০, ০০:০০
বাংলার সংস্কৃতি

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়

৬) কমলাকান্ত কিসের উপর বসে ঘুমাচ্ছিল

ক) চেয়ার

খ) সোফা

গ) জলচৌকি

ঘ) চারপায়ী

সঠিক উত্তর : ঘ) চারপায়ী

৭) কমলাকান্ত কী হাতে ঝিমাচ্ছিল?

ক) বই

খ) চুরুট

গ) হুকা

ঘ) আফিম

সঠিক উত্তর : গ) হুকা

৮) প্রথা বলতে বুঝায়-

ক) রীতি খ) ব্যবহার

গ) সংস্কৃতি ঘ) নীতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ক) র ও রর

৯) কমলাকান্ত কার কথা ভাবছিল?

ক) প্রসন্ন

খ) ওয়েলিংটন

গ) ডিউক

ঘ) নেপোলিয়ান

সঠিক উত্তর : ঘ) নেপোলিয়ান

১০) কমলাকান্তের ভাবনায় কে তার কাছে আফিম রক্ষা করতে এসেছে?

ক) নেপোলিয়ান

খ) ডিউক

গ) মার্জ্জার

ঘ) ওয়েলিংটন

সঠিক উত্তর : ঘ) ওয়েলিংটন

১১. 'আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার্সলু জিতিতে পারিতাম কি না'- উক্তিটি কার?

ক) ওয়েলিংটনের

খ) ডিউকের

গ) প্রসন্নের

ঘ) কমলাকান্তের

সঠিক উত্তর : ঘ) কমলাকান্তের

১২. কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল?

ক) প্রসন্ন

খ) ডিউক

গ) মঙ্গলা

ঘ) ওয়েলিংটন

সঠিক উত্তর : ক) প্রসন্ন

১৩. কমলাকান্ত ভালো করে চোখ মেলে কি দেখতে পেল?

ক) নেপোলিয়ান

খ) ডিউক

গ) একটি ক্ষুদ্র মার্জ্জার

ঘ) ওয়াটারলু

সঠিক উত্তর : গ) একটি ক্ষুদ্র মার্জ্জার

১৪. কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধ কে উদরসাৎ করেছে?

ক) নেপোলিয়ান

খ) ডিউক

গ) মার্জ্জার

ঘ) ওয়েলিংটন

সঠিক উত্তর : গ) মার্জ্জার

১৫. কমলাকান্ত ওয়াটারলুর মাঠে কী রচনায় ব্যস্ত?

ক) মূর্তি

খ) বুহ্য

গ) বূ্যহ

ঘ) সাহিত্য

সঠিক উত্তর : গ) বূ্যহ

১৬. 'কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই' -কে বলেছেন?

ক) নেপোলিয়ান

খ) ডিউক

গ) মার্জ্জার

ঘ) ওয়েলিংটন

সঠিক উত্তর : গ) মার্জ্জার

১৭. কে মধুর স্বরে 'মেও' বলেছে?

ক) নেপোলিয়ান

খ) ডিউক

গ) ওয়েলিংটন

ঘ) মার্জ্জার

সঠিক উত্তর : ঘ) মার্জ্জার

১৮. মার্জ্জার 'মেও' বলার মধ্যে কী ছিলো?

ক) ব্যঙ্গ

খ) কৌতুক

গ) অবজ্ঞা

ঘ) গুরুত্বভাব

সঠিক উত্তর : ক) ব্যঙ্গ

১৯. চিরায়ত প্রথায় বিড়াল দুধ খেলে কী করতে হয়?

ক) পূজা দিতে হয়

খ) পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়

গ) তাড়িয়ে মারতে হয়

ঘ) প্রণাম দিতে হয়

সঠিক উত্তর : গ) তাড়িয়ে মারতে হয়

২০. চিরায়ত প্রথা অবমাননা করলে কমলাকান্ত কী হিসেবে পরিচিত হবে?

ক) কাপুরুষ

খ) কুলাঙ্গার

গ) দায়িত্বহীন

ঘ) হীনবল

সঠিক উত্তর : খ) কুলাঙ্গার

২১. কমলাকান্তকে কে কাপুরুষ বলে উপহাস করতে পারে?

ক) বিচারক

খ) ডিউক

গ) মার্জ্জার

ঘ) ওয়েলিংটন

সঠিক উত্তর : গ) মার্জ্জার

২২. কমলাকান্ত মার্জ্জারের প্রতি কেমন আচরণ করা বিধেয় মনে করে?

ক) নারীর ন্যায়

খ) ডিউকের ন্যায়

গ) লাজুকের ন্যায়

ঘ) পুরুষের ন্যায়

সঠিক উত্তর : ঘ) পুরুষের ন্যায়

২৩. কমলাকান্ত মার্জ্জারকে কি দিয়ে তাড়া করে?

ক) ভগ্ন যষ্টি

খ) কঞ্চি

গ) ছুড়ি

ঘ) লাঠি

সঠিক উত্তর : ক) ভগ্ন যষ্টি

২৪. যষ্টি দেখে মার্জ্জারীর মধ্যে কিসের লক্ষণ প্রকাশ পেল না?

ক) চলে যাওয়ার

খ) ভীত হওয়ার

গ) প্রতিবাদী হওয়ার

ঘ) নিশ্চুপ থাকার

সঠিক উত্তর : খ) ভীত হওয়ার

২৫. মার্জ্জার কমলাকান্তকে দেখে কী করল?

ক) কাছে এলো

খ) লেজ গুটিয়ে বসে রইল

গ) ভীত হলো

ঘ) একটু সরে বসল

সঠিক উত্তর : ঘ) একটু সরে বসল

২৬. কমলাকান্ত যষ্টি ত্যাগ করে কোথায় এলো?

ক) ঘরে

খ) বারান্দায়

গ) উঠোনে

ঘ) শয্যায়

সঠিক উত্তর : ঘ) শয্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101258 and publish = 1 order by id desc limit 3' at line 1